East Bardhaman News: বাংলার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দল! খাঁড়া হাতে দেব সঙ্গে ইধিকা, কাছে যেতেই…

East Bardhaman News:  বাংলার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দল! খাঁড়া হাতে দেব সঙ্গে ইধিকা, কাছে যেতেই…

Last Updated:

East Bardhaman News: এক মুখ দাড়ি, লম্বা চুল, হাতে মস্ত বড় খাঁড়া, মাথায় বাঁধা খয়েরি রঙের কাপড়। নতুন লুকে বর্ধমানের জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে দেব।

X

East Bardhaman News:  বাংলার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দল! খাঁড়া হাতে দেব সঙ্গে ইধিকা, কাছে যেতেই…

রঘু ডাকাত 

পূর্ব বর্ধমান: এক মুখ দাড়ি, লম্বা চুল, হাতে মস্ত বড় খাঁড়া, মাথায় বাঁধা খয়েরি রঙের কাপড়। একেবারে নতুন লুকে বর্ধমানের জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে থাকা অবস্থায় দেখা গেল অভিনেতা দেবকে। সঙ্গে ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। বর্ধমানের জঙ্গলে ডাকাত দলের দাপাদাপি। আর সেই দৃশ্য দেখতেই জঙ্গলে ভিড় সাধারণ মানুষের। আসলে বর্ধমানের আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে হয়ে গেল রঘু ডাকাত সিনেমার শ্যুটিং। আর সেই শ্যুটিং দেখতেই ভিড় জমিয়েছিলেন শতাধিক সাধারণ মানুষ। বুধবার আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে শেষ হল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিং।

বর্ধমানের এই জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে শ্যুটিং করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা দেবকে। প্রসঙ্গত, ‘খাদান’ সিনেমার পর থেকে আরও বেড়েছে দেবের জনপ্রিয়তা। বহু মানুষের কাছে এখনও দেব যেন আবেগ। তাই বর্ধমানে দেব এবং দেবের শ্যুটিং দেখার সুযোগ ছাড়তে চাইলেন না অনেকেই। প্রিয় অভিনেতার শ্যুটিং দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা সুরেলা চৌধুরী বলেন, “দেবের শ্যুটিং দেখতে এসেছিলাম, দূর থেকে একবার দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে জঙ্গলমহলের মত একটা জায়গায় বড় বড় অভিনেতারা আসছেন।”

আরও পড়ুন-‘আমি তখন গর্ভবতী, আর উনি অন্য মহিলার সঙ্গে…!’, বউকে রেখে পরকীয়া-শারীরিক সম্পর্ক! বলি হিরোর নোংরা কেচ্ছা ফাঁস করলেন প্রথম স্ত্রী, শুনলে ঘুম উড়বে

সূত্র মারফত জানা গিয়েছে, ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিংয়ের জন্য এই আদুরিয়া জঙ্গলে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছিল ১২টি ঘোড়া। তার মধ্যে একটা সাদা ঘোড়ার পিঠে চেপে শ্যুটিং করতে দেখা যায় অভিনেতা দেবকে। দেবকে দেখে সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। লাইন প্রোডিউসার কার্তিক শেঠ বলেন, “এখানকার মানুষ এবং প্রশাসন খুব সহযোগিতা করেন। তাই বারে বারে শাল পিয়ালের টানে একবার হলেও আদুরিয়া জঙ্গলে আসি শ্যুটিংয়ের জন্য। এই ‘রঘু ডাকাত’ সিনেমা ‘খাদান’কে টপকে যাবে।”

আরও পড়ুন-ধেয়ে আসছে কালবৈশাখী…! ৫০-৬০ কিমি বেগে ঝড়-দুর্যোগ, ঘণ্টাখানেকেই তুমুল স্বস্তির বৃষ্টি দক্ষিণের ২ জেলায়, আবহাওয়ার বিরাট আপডেট দিল আলিপুর

বছর খানেক আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’ এর ঘোষণা হয়েছিল। তখনই সামনে এসেছিল রঘু ডাকাতের চরিত্রে দেবের লুক এর এক ঝলক। তবে এবার একেবারে শুটিং চলাকালীন অবস্থায় দেবের সেই নতুন লুক দেখা গেল। এই সিনেমা দর্শকদের মন মাতিয়ে তুলবে বলেই মনে করছেন অনেকে। বুধবার আউশগ্রামের আদুরিয়া জঙ্গলের ক্যানেল পারের কাছে এই শ্যুটিং শেষ হয়। আউশগ্রামে এর আগেও বহু সিনেমার শ্যুটিং হয়েছে। তবে এবার এক অন্যরকম সিনেমায় শ্যুটিংয়ের সাক্ষী থাকল বর্ধমান। তবে শ্যুটিং চলাকালীন জঙ্গলের মধ্যে ছিল একেবারে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/বিনোদন/

East Bardhaman News: বাংলার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দল! খাঁড়া হাতে দেব সঙ্গে ইধিকা, কাছে যেতেই…

Next Article

Bengali Serial TRP: ফুলকি- জগদ্ধাত্রীকে বলে বলে দশ গোল! কে ছিনিয়ে নিল ‘সেরার সেরা’-র মুকুট, জানলে চমকে যাবেন

Scroll to Top