Earthquake: সর্বনাশ! প্রবল ভূমিকম্প, একাধিক দেশে জারি হল সুনামি সতর্কতা! ১০ ফুটের উপর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

Earthquake: সর্বনাশ! প্রবল ভূমিকম্প, একাধিক দেশে জারি হল সুনামি সতর্কতা! ১০ ফুটের উপর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

Last Updated:

Earthquake: স্থানীয় সময় সন্ধে ৬.৩০টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন এলাকা।

ভয়ঙ্কর পূর্বাভাস!Earthquake: সর্বনাশ! প্রবল ভূমিকম্প, একাধিক দেশে জারি হল সুনামি সতর্কতা! ১০ ফুটের উপর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা
ভয়ঙ্কর পূর্বাভাস!

পুয়ের্তো রিকো: শনিবার ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ৭.৬-ম্যাগনিটিউডের ভূমিকম্প আঘাত হেনেছে। যা কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে ছিল এবং এর পরেই বেশ কয়েকটি অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করে মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলি।

মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (NWTC) প্রাথমিকভাবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সেই এলাকার বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে থাকতে এবং বন্দর, উপসাগর এবং খাঁড়ি থেকে দূরে থাকতে এবং সুনামি দেখতে সমুদ্র তীরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সন্ধে ৬.৩০টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন এলাকা। কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউনের ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশকে কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। US Geological Survey জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে নাটির ১০ মাইল গভীর এলাকা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সর্বনাশ! রাত থেকেই বাংলাদেশে শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান্ট! কী এই অপারেশন? ইউনূস সরকারের বড় প্ল্যান

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনও এই ঘটনায় সতর্কতা জারি করেছে। জানা গিয়েছে, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতির উপর বিপদ ঘনিয়ে আসতে পারে। সুনামি আছড়ে পড়তে পারে একাধিক দেশে। পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পুয়ের্তো রিকো উপকূলে রাত ৮টা বেজে ৪৬ মিনিট থেকে বিরাট আকারে ঢেউ আছড়ে পড়তে শুরু করে। সমুদ্রের জলস্তরও একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এদিকে, কিউবা উপকূলেই ১০ ফুটের ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাহাজগুলিকে কয়েক ঘন্টার জন্য সমুদ্র থেকে দূরে থাকার সতর্কতা দেওয়া হয়েছিল।

কিউবান সরকারও সমুদ্র সৈকতের এলাকা থেকে মানুষজনদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। ঢেউয়ের উচ্চতা ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে দ্বীপ অঞ্চলগুলির উচ্চতার উপর সবকিছু নির্ভর করছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/

Earthquake: সর্বনাশ! প্রবল ভূমিকম্প, একাধিক দেশে জারি হল সুনামি সতর্কতা! ১০ ফুটের উপর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

Next Article

Bangladesh news: অবশেষে বাংলাদেশি অভিনেত্রী শাওন এবং সাবাকে ছাড়ল পুলিশ! ইউনূসের সমালোচনার জেরে হেনস্থা?

Scroll to Top