Last Updated:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বারাসত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পুলিশ মর্গে আনা হয়। সেখানেই দেহ সনাক্ত করতে অনেকে আসেন। তাদের মধ্যে গাইঘাটার এক পরিবার দেহের হাতের ট্যাটু দেখে সনাক্ত করে।
![Duttapukur Murder Case: ত্রিকোণ প্রেম, নিখোঁজ মুণ্ডু! দত্তপুকুরে ভয়ঙ্কর খুনের কিনারা… গ্রেফতার কে শুনলে চমকে উঠবেন Duttapukur Murder Case: ত্রিকোণ প্রেম, নিখোঁজ মুণ্ডু! দত্তপুকুরে ভয়ঙ্কর খুনের কিনারা… গ্রেফতার কে শুনলে চমকে উঠবেন](https://images.news18.com/static-bengali/uploads/2024/11/1673365549_crime-2024-11-b922c8e83d92867f96b2cc4ac1dbb292.jpg?impolicy=website&width=415&height=270)
জিয়াউল আলম, বারাসত: খুনের ৫৫ ঘণ্টার মধ্যে মুন্ডুহীন দেহের কিনারা করল পুলিশ। মৃতের নাম হজরত লসকর (৩০)। গাইঘাটা থানার আঙুলকাটা এলাকার বাসিন্দা। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওয়াদুল মণ্ডল নামে এক ব্যক্তিকেও ইতিমধ্যে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার বিকেলে বারাসাত স্টেশন চত্বর থেকে ওই যুবকে আটক করে বারাসাত থানার পুলিশ। সুত্র মারফত জানা গেছে, মৃত ও খুনে অভিযুক ব্যক্তি দুজনেই গাইঘাটা থানার আঙুল কাটা এলাকার বাসিন্দা এবং দূর সম্পর্কের আত্মীয়। তবে তারা দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরের বাসিন্দা। আঙুলকাটা এলাকায় ভাড়া থাকতো। গ্রেফতার করা ব্যক্তিকে জেরা করে মাথার খোঁজ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বারাসত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পুলিশ মর্গে আনা হয়। সেখানেই দেহ সনাক্ত করতে অনেকে আসেন। তাদের মধ্যে গাইঘাটার এক পরিবার দেহের হাতের ট্যাটু দেখে সনাক্ত করে। পরে পরিবারের সঙ্গে কথা বলে ওই দূর সম্পর্কের তুতো ভাইকে আটক করে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু জানাতে চায়ছে না।
প্রসঙ্গত গত সোমবার সকালে দত্তপুকুর থানার মালিয়াকুর এলাকায় চাষের জমি থেকে মুন্ডু হীন দেহটি উদ্ধার হয়। তারপর থেকে মুন্ডু খোঁজের ও মৃত যুবকের পরিচয় জানতে মরিয়া হয়ে ওঠে বারাসাত পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা। অবশেষে মৃতের দেহের ট্যাটু দেখেই সনাক্ত হয় মৃতের পরিচয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে পূজা দাসের সঙ্গে হয়তো পুরনো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকা কালিনী পূজা ওয়েদুল্লাহকে বিয়ে করে। বিয়ের পরও পূজার সঙ্গে হজরতের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। আর এই ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই খুন বলে জানতে অনুমান।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 06, 2025 11:48 AM IST
Duttapukur Murder Case: ত্রিকোণ প্রেম, নিখোঁজ মুণ্ডু! দত্তপুকুরে ভয়ঙ্কর খুনের কিনারা… গ্রেফতার কে শুনলে চমকে উঠবেন
Valentine’s Day Travel: ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে নিয়ে যান এই জায়গায়! কাপল ফ্রেন্ডলি দ্বীপে জমে উঠবে প্রেম