Durga Puja Theme 2025: লাইট অ্যান্ড সাউন্ডে ভারতীয় সেনার গৌরবগাথা, এই ক্লাবের এ বার দুর্গাপুজোর থিম ‘অপারেশন সিঁদুর’

Durga Puja Theme 2025: লাইট অ্যান্ড সাউন্ডে ভারতীয় সেনার গৌরবগাথা, এই ক্লাবের এ বার দুর্গাপুজোর থিম ‘অপারেশন সিঁদুর’

Last Updated:

Durga Puja Theme 2025 :৭৩ তম বর্ষে নিউটাউন ক্লাবের থিম ‘অপারেশন সিঁদুর’। মন্ডপ তৈরি হবে লালকেল্লার আদলে। সুদূর মুম্বাই থেকে আগত আলোক শিল্পীর মাধ্যমে অপারেশন সিঁদুরের থিম ফুটিয়ে তোলা হবে। যাকে ঘিরে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

+

Durga Puja Theme 2025: লাইট অ্যান্ড সাউন্ডে ভারতীয় সেনার গৌরবগাথা, এই ক্লাবের এ বার দুর্গাপুজোর থিম ‘অপারেশন সিঁদুর’

নিউটাউন ক্লাবের খুঁটিপুজো 

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজো। চলতি বছর ৭৩ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। দীর্ঘদিন ধরেই নিউ টাউন ক্লাব দুর্গা পুজোয় চমক দিয়ে চলেছে। এবারের পুজোয় নিউটাউন ক্লাবের থিম ‘অপারেশন সিঁদুর’। দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লার আদলে প্যান্ডেল তৈরি হবে। সুদূর মুম্বই থেকে আসা লাইট অ্যান্ড সাউন্ডের রকমারি বাহারের মাধ্যমে অপারেশন সিঁদুরের গৌরব গাথা ফুটিয়ে তোলা হবে। যাকে ঘিরে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ক্লাবের পুজোর উদ্বোধনে হেভিওয়েট নেতা বা তারকাদের আনার প্রক্রিয়া শুরু করেছেন বলেও ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন। তবে কারা আসবেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

এ বিষয়ে সুকান্ত মজুমদার জানান,”মা আসছেন। মায়ের আগমন উপলক্ষে চারদিকে সাজো সাজো রব। এদিন নিউটাউন ক্লাবের খুঁটিপুজোর মধ্যে দিয়ে আমাদের সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। এবারের বিশেষ আকর্ষণ হল মুম্বই থেকে আনা লাইট অ্যান্ড সাউন্ড-এর মাধ্যমে ভারতীয় সেনার গৌরবগাথা তুলে ধরা।’’ এই প্রচেষ্টা দেখতে জেলা সহ জেলার বাইরের লক্ষ লক্ষ মানুষ আসবেন বলে আশা করছেন তিনি।

Scroll to Top