Durga Puja 2025: এ বছর দুর্গাপুজো কবে থেকে শুরু? জেনে নিন নির্ঘণ্ট… ‘বিরাট’ চমক আছে কিন্তু

Durga Puja 2025: এ বছর দুর্গাপুজো কবে থেকে শুরু? জেনে নিন নির্ঘণ্ট… ‘বিরাট’ চমক আছে কিন্তু

Last Updated:

এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর সোমবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর সোমবারে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা।

দেখতে দেখতে আসতে চলেছে আরও একটা পুজো। বাঙালীর সবথেকে প্রিয়, সবথেকে বড় পুজো দুর্গাপুজো। সারাবছর ধরে এই একটা সময়েরই অপেক্ষায় থাকে বাঙালী। এ বছর দুর্গাপুজোয় কিন্তু আছে বিশেষ চমক।

Durga Puja 2025: এ বছর দুর্গাপুজো কবে থেকে শুরু? জেনে নিন নির্ঘণ্ট… ‘বিরাট’ চমক আছে কিন্তু

২০২৫-এ মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর। পিতৃপক্ষের অবসান হয়ে সেদিন দেবীপক্ষের। ২২ সেপ্টেম্বর দেবীপক্ষের প্রতিপদ তিথি।

জেনে নিন এ বছরের দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার দিনক্ষণ৷ এ বছর দুর্গাপুজো এগিয়ে আসছে৷ ফলে স্বভাবতই এগিয়ে আসবে কালীপুজোও৷

জেনে নিন এ বছরের দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার দিনক্ষণ৷ এ বছর দুর্গাপুজো এগিয়ে আসছে৷ ফলে স্বভাবতই এগিয়ে আসবে কালীপুজোও৷

এ বছর মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর, রবিবারমহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবার মহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার মহানবমী: ১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী: ২ অক্টোবর, বৃহস্পতিবার

এ বছর মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর, রবিবারমহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবারমহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবারমহানবমী: ১ অক্টোবর, বুধবারবিজয়া দশমী: ২ অক্টোবর, বৃহস্পতিবার

এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর সোমবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর সোমবারে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা।

এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর সোমবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর সোমবারে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা।

শনি - রবিবার মিলিয়ে ২০২৫ সালে দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোতে একবারে টানা ১৪ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

শনি – রবিবার মিলিয়ে ২০২৫ সালে দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোতে একবারে টানা ১৪ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Scroll to Top