Durand Cup 2025: ডায়মন্ড হারবারকে পাঁচ গোলের মালা পরিয়ে ডুরান্ডের শেষ আটে মোহনবাগান

Durand Cup 2025: ডায়মন্ড হারবারকে পাঁচ গোলের মালা পরিয়ে ডুরান্ডের শেষ আটে মোহনবাগান

Last Updated:

Durand Cup 2025: ডায়মন্ড হারবার এফসিকে পাঁচ গোল দিয়ে ডুরান্ড কাপের শেষ আটে জায়গা পাকা করল মোহনবাগান। যুবভারতীতে বি গ্রুপের ম্যাচে ডায়মন্ড হারবারকে ৫-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

লিস্টন কোলাসো (Picture credit: X @thedurandcup)Durand Cup 2025: ডায়মন্ড হারবারকে পাঁচ গোলের মালা পরিয়ে ডুরান্ডের শেষ আটে মোহনবাগান
লিস্টন কোলাসো (Picture credit: X @thedurandcup)

কলকাতা: ডায়মন্ড হারবার এফসিকে পাঁচ গোল দিয়ে ডুরান্ড কাপের শেষ আটে জায়গা পাকা করল মোহনবাগান। যুবভারতীতে বি গ্রুপের ম্যাচে ডায়মন্ড হারবারকে ৫-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

মোহনবাগানের হয়ে পাঁচ গোলের যাত্রা শুরু হয় ১৯ মিনিটে অনিরুধ থাপার হাত ধরে। পরে ২৪ মিনিটে ম্যাজসেনের গোলে ১-১ করে ডায়মন্ড। তারপরেই মোহনবাগান ঝড় তোলে। ৩৫ মিনিটে ম্যাকলারেনের গোলে ২-১ করে বাগান। তারপরে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লিস্টন। এর পরে মোহনবাগানের হয়ে সাহাল এবং কামিংসের গোলে পাঁচ পাঁচটি গোল করে মোহনবাগান।

এই ম্যাচ জিতে শেষ আটের জায়গা নিশ্চিত করল মোহনবাগান। এই মরশুমে ডুরান্ড কাপেও ভাল খেলেছে ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার কোচিংয়ে লিগ টেবিলেও ভাল অবস্থায় ছিল ডায়মন্ড ব্রিগেড। এই ম্যাচ ড্র করলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যেত কিবু ভিকুনার দল। কিন্তু এই ম্যাচ হেরে চাপে পড়ে গেল ডায়মন্ড।

এখনও পর্যন্ত ডুরান্ডের শেষ আটে পৌঁছেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল জামশেদপুর এবং নর্থইস্ট। লড়াইয়ে আছে শিলং, নামধারী এবং ডায়মন্ড হারবার এফসি।

বাংলা খবর/ খবর/খেলা/

Durand Cup 2025: ডায়মন্ড হারবারকে পাঁচ গোলের মালা পরিয়ে ডুরান্ডের শেষ আটে মোহনবাগান

Scroll to Top