
রাষ্ট্রপতির সঙ্গে এদিন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসও উপস্থিত ছিলেন। দক্ষিণেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে মানপত্র, কালী মাতার ছবি এবং রানি রাসমনির উপর লেখা একটি গ্রন্থ তুলে দেওয়া হয়।মন্দির কমিটির ট্রাস্টি কুশল চৌধুরী বলেন, “রাষ্ট্রপতি নির্ধারিত সময়ে এসেছিলেন। আরতি করেছেন, ধূপ জ্বালিয়েছেন। রানি রাসমণির মতোই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন নারী ক্ষমতায়নের প্রতীক, সমাজ সংস্কারের কাজে যুক্ত। এই মিল আমাদের গর্বিত করে।