Last Updated:
ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প ভারতকে বন্ধু বলে উল্লেখ করেও একাধিক ক্ষোভের কথা জানিয়েছেন ট্রাম্প৷

ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আগামী ১ অগাস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ শুধু শুল্ক নয়, তার উপরে জরিমানাও বসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ যদিও সেই জরিমানার কোনও হার উল্লেখ করেননি তিনি৷
ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প ভারতকে বন্ধু বলে উল্লেখ করেও একাধিক ক্ষোভের কথা জানিয়েছেন ট্রাম্প৷ তিনি অভিযোগ করেছেন, দীর্ঘ দিন সুসম্পর্ক থাকলেও ভারতের সঙ্গে আমাদের ব্যবসার পরিমাণ খুবই কম৷ কারণ ভারত মোটা টাকা কর চাপায়৷ শুধু তাই নয়, যে কোনও দেশের পক্ষেই ভারতে ব্যবসা করতে গেলে কঠিন এবং বিরক্তিকর বাধার মুখোমুখি হতে হয়৷
এর পাশাপাশি ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ভারত বরাবর রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম কেনে৷ চিনের পাশাপাশি রাশিয়ার থেকে সবথেকে বেশি বিদ্যুৎ কেনে ভারত৷ তাও এমন একটা সময়ে যখন সবাই দাবি করছে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক৷ এগুলি ঠিক নয়৷
সবশেষে ট্রাম্প লিখেছেন, ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে৷ তার উপরে জরিমানা চাপবে৷ ১ অগাস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷
Kolkata,West Bengal
July 30, 2025 7:33 PM IST