Donald Trump On Tahawwur Rana: আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক মোদির, ২৬/১১ হানার চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হবে, ঘোষণা ট্রাম্পের

Donald Trump On Tahawwur Rana: আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক মোদির, ২৬/১১ হানার চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হবে, ঘোষণা ট্রাম্পের

Last Updated:

Trump Announces Extradition Of 26/11 Accused Tahawwur Rana To India: ভারত বহু বছর ধরেই তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই প্রত্যর্পণের কথা। 

আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (IMAGE: REUTERS)Donald Trump On Tahawwur Rana: আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক মোদির, ২৬/১১ হানার চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হবে, ঘোষণা ট্রাম্পের
আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (IMAGE: REUTERS)

ওয়াশিংটন: বৃহস্পতিবার থেকেই সব নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের দিকে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় অনুযায়ী, আজ ভোরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় মোদির। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে আমেরিকা। ভারত বহু বছর ধরেই তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই প্রত্যর্পণের কথা।

আরও পড়ুন– রাশিফল ১৪ ফেব্রুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ট্রাম্প এদিন জানান, এক ভয়ঙ্কর অপরাধীকে ভারতের হাতে তুলে দেব আমরা। সে ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত। দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট মসৃণ হলেও বর্তমান পরিস্থিতির জেরে এই সাক্ষাৎ ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের বাণিজ্য নীতির কোনও প্রভাব কি পড়বে ভারতের উপরে? অবৈধবাসীদের ফেরত পাঠানোর প্রসঙ্গ কি উঠে আসবে দুই রাষ্ট্রনেতার আলোচনায়? সবদিকেই নজর থাকবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/

Donald Trump On Tahawwur Rana: আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক মোদির, ২৬/১১ হানার চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হবে, ঘোষণা ট্রাম্পের

Next Article

Manipur News: জল্পনার অবসান, মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন! বীরেনের বদলে ‘মুখ’ খুঁজে পেল না বিজেপি

Scroll to Top