Last Updated:
সিরিয়াল কিলারে পরিণত হওয়ার আগে ১৯৯৮ সাল থেকে কিডনি পাচারের কারবার চালাতেন এই দেবেন্দ্র শর্মা৷ ১৯৯৪ সালে গ্যাস ডিলারের ব্যবসায় বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর থেকেই অপরাধ জগতে পা রাখেন দেবেন্দ্র৷

প্রথমে ট্যাক্সি অথবা লরি চালকদের ভুয়ো ভাড়ার টোপ দিয়ে ডাকতেন৷ তার পর তাঁদেরকে খুন করে সেই সমস্ত যানবাহন চোরা বাজারে বিক্রি করে দিতেন৷ প্রমাণ লোপাট করতে মৃতদেহগুলিকে ফেলে দিতেন কুমির ভর্তি খালে৷
জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়ে থাকা সেই কুখ্যাত ‘ডক্টর ডেথ’ ওরফে দেবেন্দ্র শর্মাকে রাজস্থান থেকে ফের গ্রেফতার করল দিল্লি৷ সিরিয়াল কিলার দেবেন্দ্র একজন আয়ুর্বেদ চিকিৎসকও ছিলেন৷ সেই কারণেই ‘ডক্টর ডেথ’ নামে পরিচিত হয়ে যান তিনি৷
৬৭ বছরের দেবেন্দ্রর বিরুদ্ধে অন্তত ২৭টি খুন, অপহরণ এবং ডাকাতির অভিযোগ রয়েছে৷ ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে এই খুনগুলি করেন তিনি৷ খুনের পর মৃতদেহগুলি উত্তরপ্রদেশের কাসগঞ্জের কুমির ভর্তি হাজরা খালে ফেলে দিতেন তিনি৷ দিল্লি, রাজস্থান এবং হরিয়ানার সাতটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত তিনি৷ একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে আদালত৷ দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন তিনি৷
সিরিয়াল কিলারে পরিণত হওয়ার আগে ১৯৯৮ সাল থেকে কিডনি পাচারের কারবার চালাতেন এই দেবেন্দ্র শর্মা৷ ১৯৯৪ সালে গ্যাস ডিলারের ব্যবসায় বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর থেকেই অপরাধ জগতে পা রাখেন দেবেন্দ্র৷
এর আগেও ২০২০ সালে প্যারোলে মুক্ত হয়ে গা ঢাকা দেন দেবেন্দ্র৷ সাত মাস বাদে ধরা পড়েন তিনি৷ ২০২৩ সালে ফের দু মাসের জন্য প্যারোলে ছাড়া পেয়ে আবারও পালিয়ে যান দেবেন্দ্র৷ শেষ পর্যন্ত রাজস্থানের দৌসার একটি আশ্রম থেকে গ্রেফতার করা হয় তাঁকে৷ সেখানে পুরোহিত সেজে গা ঢাকা দিয়েছিলেন দেবেন্দ্র৷ পুলিশের ধারণা, সবমিলিয়ে ৫০টিরও বেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেবেন্দ্র৷
Kolkata,West Bengal