
১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের ১৫,০১০ বর্গ কিমি দখল করে নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ভারত সে সময় দু’দিক থেকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছিল৷ একটি বর্তমান পাকিস্তানের দিকে এবং অন্যটি পূর্ব পাকিস্তানের দিকে, যা বর্তমানে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রায় ১৫,০১০ বর্গকিলোমিটার (৫,৭৯৫ বর্গমাইল) জমি দখল করে। ৯০,০০০ এরও বেশি পাকিস্তানি সৈন্যকে বন্দী করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শকরগড় তহসিল দখল করেছিল। এছাড়া, পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ গ্রামও দখল করেছিল ভারত৷