Diwali Sale: মোবাইল কিনতে চান? নামীদামি ব্র্যান্ডের স্মার্টফোন বিপুল ছাড় দিচ্ছে Amazon, Flipkart! এখনই জানুন

Diwali Sale: মোবাইল কিনতে চান? নামীদামি ব্র্যান্ডের স্মার্টফোন বিপুল ছাড় দিচ্ছে Amazon, Flipkart! এখনই জানুন

Last Updated:

Amazon Great Indian Festival এবং Flipkart Big Diwali সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ পর্যন্ত – সমস্ত রকম ফোন দারুণ অফারে পেয়ে যাবেন গ্রাহকরা।

Diwali Sale: মোবাইল কিনতে চান? নামীদামি ব্র্যান্ডের স্মার্টফোন বিপুল ছাড় দিচ্ছে Amazon, Flipkart! এখনই জানুন

দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। আর তার জন্য স্মার্টফোন-সহ সমস্ত ইলেকট্রনিক্স সরঞ্জামের উপর ব্যাপক ছাড় দিচ্ছে Amazon এবং Flipkart-এর মতো ই-কমার্স জায়ান্ট। এর পাশাপাশি অ্যাডিশনাল কার্ড অফার তো রয়েছেই।

যার ফলে যাঁরা নতুন ফোন কেনার কথা চিন্তাভাবনা করছেন, তাঁদের জন্য এটা আদর্শ সময়। Amazon Great Indian Festival এবং Flipkart Big Diwali সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ পর্যন্ত – সমস্ত রকম ফোন দারুণ অফারে পেয়ে যাবেন গ্রাহকরা।

CMF Phone 1:

কয়েক মাস আগেই Nothing-এর সাব-ব্র্যান্ড CMF লঞ্চ করেছে Phone 1। আর এটিই হল এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। Dimensity 7300 চিপসেট দ্বারা চালিত এই ফোনের পিছনের অংশটা প্লাস্টিকের তৈরি।

আরও পড়ুন: খুদে খুদে আলোতেই এত! দীপাবলিতে বাড়ি সাজাবেন টুনি বাল্ব দিয়ে? জানেন এই আলো জ্বললে কত খরচ হয় বিদ‍্যুত্‍? অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

CMF-এর বক্তব্য, ব্যবহারকারীরা দ্রুত রিয়ার প্যানেল বদলাতে পারবেন। এর ফলে দারুণ একটা লুক পেয়ে যাবেন। এমনকী স্ট্যান্ড অথবা কার্ড কেসের মতো অ্যাকসেসরিও যোগ করতে পারবেন। যা আলাদা ভাবে কেনা সম্ভব। Android 14-র উপর ভিত্তি করে তৈরি NothingOS 2.6.0 দ্বারা চালিত হয় এই ডিভাইস। সংস্থার প্রতিশ্রুতি, ২ বছর পর্যন্ত মিলবে OS আপডেট।

এই ডিভাইসের পিছনে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেট-আপ। থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ শ্যুটার। সব মিলিয়ে ক্যামেরা অত্যন্ত ভাল।

CMF Phone 1-এর বেস ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনে। এটির মূল্য পড়বে Flipkart-এ মাত্র ১৪৯৯৯ টাকা। তবে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা এই ফোনটি পেয়ে যাবেন মাত্র ১৩৫০০ টাকায়।

আরও পড়ুন: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস‍্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই

Lava Agni 3:

মিড রেঞ্জের ফোন যাঁরা কিনতে চান, তাঁদের জন্য খুবই ভাল অপশন এটি। চলতি মাসের গোড়াতেই বাজারে এসেছে MediaTek Dimensity 7300X চিপসেট চালিত ফোনটি। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্ৎজ AMOLED স্ক্রিন। আর মিড রেঞ্জ সেগমেন্টে এটাই প্রথম ফোন, যা পিছনে একটি সেকেন্ডারি AMOLED স্ক্রিনের সুবিধা দিচ্ছে। এর আকার ১.৭৪।

এই স্ক্রিনটির কারণে ব্যবহারকারীরা চট করে নোটিফিকেশন দেখে নিতে পারবেন, এমনকী মিউজিক প্লেব্যাকও কন্ট্রোল করতে পারবেন।

এই ফোনে রয়েছে রিয়ার ট্রিপল ক্যামেরা সেট-আপ। এর মধ্যে অন্যতম হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জ্যুম-সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

এই ফোনটি Android 14 দ্বারা চালিত। ৩ বছর মিলবে অ্যান্ড্রয়েড আপডেট। Amazon-এ পাওয়া যাচ্ছে এই ফোন। যার দাম শুরু হচ্ছে ২০৯৯৯ টাকা। তবে এর সঙ্গে চার্জার থাকে না। যদিও ব্যাঙ্ক কার্ড অফার ব্যবহার করে আরও কিছু টাকা সাশ্রয় করা সম্ভব।

আরও পড়ুন: খেলোয়াড়রা খেলার সময় চ‍্যুইংগাম চিবোয় কেন বলুন তো? ভাবছেন শখ করে! আসল কারণ জানলে বিশ্বাসই হবে না

Poco F6:

চলতি বছরের গোড়ার দিকে বাজারে এসেছিল এই ফোনটি। Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত Poco F6। সাধারণ ভাবে দামি ফোনগুলিতেই এই চিপসেট পাওয়া যায়। Android 14 আউট অফ দ্য বক্সের উপর ভিত্তি করে তৈরি Xiaomi’s HyperOS দ্বারা চালিত হয় Poco F6।

এই ফোনের রয়েছে দারুণ একটি AMOLED স্ক্রিন। আর রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটা ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। ফলে দিনের আলোর পাশাপাশি কম আলোতেও দারুণ ছবি তোলার ক্ষমতা রাখে Poco F6।

এই ফোনের বেস ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে। Flipkart-এ এটি পাওয়া যাচ্ছে মাত্র ২২৯৯৯ টাকায়। আবার ১২ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ ভার্সন Poco F6 মিলছে মাত্র ২২৯৯৯ টাকায়। তবে ব্যাঙ্ক কার্ড অফার ব্যবহার করে আরও কিছু টাকা সাশ্রয় করতে পারবেন গ্রাহকরা।

Honor 200:

নিঃসন্দেহে দুর্দান্ত স্মার্টফোন এটি। কোয়াড-কার্ভড OLED display ডিসপ্লে-সহ একেবারে আকর্ষণীয় ডিজাইন এটি। যা চালিত হয় Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা। Android 14 আউট অফ দ্য বক্সের উপর ভিত্তি করে তৈরি MagicOS 8 চালনা করে Honor 200 স্মার্টফোনটিকে। আর চমক রয়েছে এর ক্যামেরায়। রয়েছে ৫০ মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২.৫ অপটিক্যাল জ্যুম-সহ একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। Amazon মাত্র ২৪৯৯৮ টাকায় এই ফোন পেয়ে যাবেন গ্রাহকরা।

Samsung Galaxy S23 Ultra:

Samsung-এর ২০২৩ ফ্ল্যাগশিপ ফোন অনেক কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে Snapdragon 8 Gen 2 চিপসেট। Samsung Galaxy S23 Ultra-য় রয়েছে একটি ৬.৮ ইঞ্চির ১২০ হার্ৎজ AMOLED স্ক্রিন।

ক্যামেরা সেটিংসও আকর্ষণীয়। কারণ এই ফোনে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেই সঙ্গে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, 10x অপটিক্যাল জ্যুম-সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 3x অপটিক্যাল জ্যুম-সহ আর একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। Android 13-এর উপর ভিত্তি করে তৈরি OneUI 5.1 দ্বারা চালিত হয় এই ফোন। আর Galaxy S23 Ultra পাওয়া যাচ্ছে মাত্র ৭৪৯৯৯ টাকায়।

Scroll to Top