
শুক্রবার মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন করেন দিলূীপ, সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “মেট্রো হয়ে কাজ হয়েছে। কিন্তু এত সহযোগিতার পরেও এত দিন লাগে কেন মেট্রো হতে। ৮০ সাল থেকে মেট্রো শুরু হয়েছে, আমাদের এখানে কত কিমি হয়েছে। হাওড়া-শিয়ালদহ এত গুরুত্বপূর্ণ মেট্রো সেটা জুড়তেই কত বছর লেগে গেল। সারা দেশে দেখুন মেট্রো কত জায়গায় ছড়িয়েছে, বাংলা রাস্তা দেখালেও এতটা পিছিয়ে কেন? মেট্রোর কাজ কে করেছে সবাই জানে, যে উদ্বোধন করেছে”।