
প্রসঙ্গত, দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই দলে কোণঠাসা অবস্থায় ছিলেন দিলীপ। কিন্তু, রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই শমীক ভট্টাচার্য শনিবার বার্তা দিয়েছেন, “দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন…দল জানে, তাঁকে কোথায় কাজে লাগানো হবে।” আর, তারপরই রবিবাসরীয় সকালে দীর্ঘদিন পর অনেক চাঙ্গা দেখিয়েছে বঙ্গ-বিজেপির এই দাবাং নেতাকে।