Last Updated:
আজ বিকেলেই দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷

দিলীপ ঘোষের দল ছাড়ার জল্পনায় কি উদ্বিগ্ন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব? সূত্রের খবর, একুশে জুলাই নিয়ে দিলীপ ঘোষ নিজেই যে রহস্যের সৃষ্টি করেছেন, তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কানেও পৌঁছেছে৷ আর তার পরই প্রাক্তন রাজ্য সভাপতিকে তড়িঘড়ি দিল্লিতে তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ সূত্রের খবর, আগামিকালই সস্ত্রীক দিল্লি পৌঁছবেন দিলীপ৷ বুধবারই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তাঁর৷
প্রসঙ্গত, আজ বিকেলেই দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পর অবশ্য অভিমান ভুলে ফের পুরনো উদ্যমে বিজেপি-র হয়ে ঝাঁপানোর কথা শোনা গিয়েছে দিলীপের মুখে৷ তৃণমূল এবং রাজ্য সরকারের সমালোচনাও করেন প্রাক্তন সাংসদ৷ তার পরেও অবশ্য একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করতে বলে ধোঁয়াশা বজায় রেখে দিয়েছেন দিলীপ৷
গত কয়েক দিন ধরেই দিলীপ ঘোষের দল বদল নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল৷ দিলীপ নিজেও সেই জল্পনাকে নস্যাৎ করেননি৷ এমন কি, একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ তৃণমূলে যোগ দিতে পারেন, এমন আলোচনাও শুরু হয়েছিল৷ রাজ্য নেতৃত্ব যতই তাঁকে ব্রাত্য করে রাখুক না কেন, বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষকে যে অস্বীকার করার উপায় নেই, তা বিজেপির কেন্দ্রীয় নেতারা ভালই জানেন৷ তার থেকেও বড় কথা, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ দল ছাড়লে সেই ধাক্কা সামলানোর সাংগঠনিক জোরও বঙ্গ বিজেপি-র নেই৷ বরং সাংগঠনিক দক্ষতার দিক দিয়ে এখনও রাজ্য বিজেপির অনেক বড় মাথাকেই বলে বলে গোল দেবেন দিলীপ ঘোষ৷
দিলীপকে দিল্লিতে ডেকে তাঁর মানভঞ্জনের পাশাপাশি রাজ্য সংগঠনে প্রাক্তন সভাপতিকে বিধানসভা নির্বাচনের আগে বড় কোনও দায়িত্ব দেওয়া হয় নাকি অন্য কোনও ভাবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে দলের, সেটাই এখন দেখার৷
Kolkata,West Bengal
July 08, 2025 9:12 PM IST