Last Updated:
শমীক ভট্টাচার্য বিজেপি-র নতুন রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে সক্রিয় করতে উদ্যোগী হন৷

শঙ্কর রাই, খড়্গপুর: দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই৷ এরই মধ্যে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া৷ মেদিনীপুরেরই প্রাক্তন সাংসদ দিলীপের প্রতি তাঁর পরামর্শ, ‘দিলীপদাকে বলব একটু ভেবে দেখুন৷’
২০১৯ সালে মেদিনীপুরেরই সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ৷ এর পর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি৷ কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ৷ এর পরই দলের মধ্যে আরও কোণঠাসা হয়ে পড়েন দিলীপ৷ দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর থেকেই তাঁর দল বদলের জল্পনা আরও জোরাল হয়৷ রাজ্য বিজেপি নেতৃত্বকেও নিশানা করতে থাকেন দিলীপ৷ তিনি নিজেই ২১ জুলাই বড় কিছু ঘটবে বলে জল্পনা উস্কে দেন৷
শমীক ভট্টাচার্য বিজেপি-র নতুন রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে সক্রিয় করতে উদ্যোগী হন৷ কিন্তু তারপরেও গতকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দলের পক্ষ থেকে আমন্ত্রণ পাননি দিলীপ৷ তার বদলে তাঁকে দিল্লিতে ডেকে পাঠান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সূত্রের খবর, সেই সাক্ষাতে তাঁর আচরণ এবং বিতর্কিত মন্তব্যে দল যে অখুশি, সেই বার্তাই দেওয়া হয়েছে দিলীপকে৷ তাঁর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও যে দল ভালভাবে নেয়নি, তাও জানিয়ে দেওয়া হয় দিলীপকে৷
এর পর এ দিন কলকাতায় ফিরে ফের একবার দুর্গাপুরের সভায় আমন্ত্রণ না পাওয়ার জন্য দলের রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করেন দিলীপ৷ বিজেপি-র অন্দরে দিলীপকে নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া৷ এ দিন কেশিয়ারিতে বিজেপি নেতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘দিলীপদা, এবার আপনি একটু ভাবনাচিন্তা করুন!’ তৃণমূল সাংসদের আরও সংযোজন, ‘দিলীপদা কী করবেন, সেটা উনিই বলতে পারবেন। তবে, আমি দিলীপদাকে খুব শ্রদ্ধা করি। যেভাবে কোথাও ওঁকে দেখা যাচ্ছে না, প্রধানমন্ত্রীর সভাতেও ডাকা হল না, এতে আমার খুব খারাপ লাগছে৷’
দলের রাজ্য নেতৃত্বের উপরে যে তাঁর ক্ষোভ রয়েছে, এ দিন তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ৷ কলকাতায় ফিরে রাখঢাক না করেই তিনি বলেন, ‘আমার মনে হয় আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা দলের নেতৃত্ব ঠিক করতে পারছে না৷ তাই ভেবেই ছিলাম আমি যাবো না৷ তার পর সভাপতি ডাকলেন, তাই দিল্লি চলে গেলাম৷’ শুধু তাই নয়, একুশে জুলাই তিনি বড় কোনও চমক দেবেন কি না, সেই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘একুশে তারিখ তো এখনও চলে যায়নি৷’
Kolkata,West Bengal
July 19, 2025 6:52 PM IST
Dilip Ghosh Controversy: ‘দিলীপদা এবার একটু ভাবনাচিন্তা করুন…’, আর রাখঢাক নয়, বিজেপি নেতাকে কী পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ?