Digha Jagannath Temple: পর্যটকদের জন্য খুলল দিঘার জগন্নাথ মন্দির…! সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ, মত ব্যবসায়ীদের

Digha Jagannath Temple: পর্যটকদের জন্য খুলল দিঘার জগন্নাথ মন্দির…! সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ, মত ব্যবসায়ীদের

Last Updated:

Digha Jagannath Temple: জগন্নাথ দেবের হাত ধরে দিঘার পর্যটন শিল্প এর মধ্যে বলে অভিমত প্রশাসনিক কর্তা থেকে দিঘার হোটেল ব্যবসায়়ী থেকে দোকানদারদের।

X

Digha Jagannath Temple: পর্যটকদের জন্য খুলল দিঘার জগন্নাথ মন্দির…! সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ, মত ব্যবসায়ীদের

News18

দিঘা: ৩০ এপ্রিল বুধবার থেকে দিঘা ও পুরী একই সূত্রে বাঁধা পড়ছে, কারণ জগন্নাথ দেব। দিঘা জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ দেব, অভিমত দিঘার ব্যবসায়ীদের। দিঘার বহু চর্চিত জগন্নাথ মন্দিরের দ্বার অবশেষে উন্মুক্ত হল আজ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ৩০ এপ্রিল বুধবার বিকেলে। সমুদ্র পাড়ে এই জগন্নাথ ধাম রাজ্যের পর্যটন মানচিত্র আগামী দিনে বিশেষ স্থান দখল করতে চলেছে সে আর বলার অপেক্ষা রাখে না। জগন্নাথ দেবের হাত ধরে দিঘার পর্যটন শিল্পে জোয়ার আসবে বলে অভিমত প্রশাসনিক কর্তা থেকে দিঘার হোটেল ব্যবসায়়ী থেকে দোকানদারদের।

দিঘা জগন্নাথ ধামে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপর স্নান পর্ব এবং ভগবানের অভিষেক। তারপরই ৫৬ ভোগ নিবেদন করা হয়। দরজা খুলে যায় মন্দিরের, শুরু হয় মহা-আরতি, নিত্যপুজো। জগন্নাথের পুজো ও দর্শনের পথ খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য।

কলিঙ্গ স্থাপত্যের অনন্য নিদর্শন ফুটে উঠেছে দিঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে। মন্দির উদ্বোধনে দিঘায় হাজির হয়েছেন নেতা, মন্ত্রী থেকে সেলেব্রিটিরা। দিঘার এই জগন্নাথ ধাম গড়ে ওঠার দিন থেকেই আশায় দিন গুনছে দিঘার দোকানদাররা। অবশেষে দিঘার মন্দিরের দ্বার উন্মুক্ত হয়েছে, এতে পর্যটনে জোয়ার আসবে। দিঘার পর্যটনের সঙ্গে মিশে গিয়েছে আধ্যাত্মিকতা। সমুদ্র ও জগন্নাথ দুইই এখন দিঘায়। দিঘার এই জগন্নাথ মন্দির ঘিরে ঈশ্বর প্রেমী মানুষের ভিড় লাগবে।

আজ বুধবার সকাল থেকে দিঘা পর্যটকের ভিড় শুরু হয়েছে। বৃহস্পতিবার মে মাসের ১ তারিখ, মাঝে শুক্রবার তারপর উইকেন্ড। এখন থেকেই হোটেলগুলিতে পর্যটকেরা টানা বুকিং করছেন। দিঘা জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথম ওই কেন্দ্রে দিঘায় জনজোয়ার নামবে, মত হোটেল ব্যবসায়ীদের। আগে সমুদ্রের টানে পর্যটকরা দিঘা ছুটে আসতেন, এবার জগন্নাথ দেবের জন্য মানুষ আসবে দিঘায়। ফলে পর্যটন ক্ষেত্রে বাণিজ্যের জোয়ার আনবে দিঘার জগন্নাথ ধামে।

দিঘার জগন্নাথ ধাম আগামী দিনে সমুদ্র পাড়ের অর্থনীতি চাঙ্গা করবে, এমনটাই মত হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ দোকানদারদের। এ বিষয়ে হোটেল মালিকরা জানান, ‘সমুদ্রের টানে পর্যটক আসছে ঠিকই, কিন্তু এবার এই দিঘা সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে জগন্নাথ দেব। ফলে সারা বছরই ভিড় লেগে থাকবে। এতে দিঘার ব্যবসা-বাণিজ্য আরও গতি পাবে।’ ইতিমধ্যে দিঘায় জগন্নাথ দেব দর্শনের জন্য উৎসুক সাধারণ মানুষ ভিড় জমিয়েছে।

সৈকত শী 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/

Digha Jagannath Temple: পর্যটকদের জন্য খুলল দিঘার জগন্নাথ মন্দির…! সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ, মত ব্যবসায়ীদের

Next Article

Bandhan Bank Q4 Results: বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.৮৮ লক্ষ কোটি টাকা

Scroll to Top