Last Updated:
Digha Jagannath Mandir: জগন্নাথ মন্দির উদ্বোধন, তৈরি হচ্ছে একাধিক হেলিপ্যাড!

দিঘা জগন্নাথ মন্দির
দিঘা: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যত এগিয়ে আসতে ততই ব্যস্ততা বাড়ছে প্রশাসনের। এবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে একাধিক হেলিপ্যাড বানানোর উদ্যোগ নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘা। সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গের প্রথম শাড়ির পর্যটন কেন্দ্র। তবে আর মাত্র কয়েকদিন তারপর পুরো ভোল বদলে যাবে দিঘার। দিঘা আর শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র থাকবে না সেই সঙ্গে হয়ে উঠবে অন্যতম ধর্মীয় স্থান। ফলে মন্দির উদ্বোধন ঘিরে এখন থেকেই ব্যস্ততা প্রশাসনের। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কৌতূহল। উদ্বোধনে কোনওরকম খামতি না রাখতে একাধিকবার পরিদর্শন করছেন জেলা থেকে রাজ্য প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ তারিখ থেকে সৈকত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েদিয়েছেন। তবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন যে তারকাখচিত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় ২০০ কোটি টাকায় তৈরি ২১৩ ফুট উচ্চতার এই জগন্নাথধাম ও সংস্কৃতিকেন্দ্রের – দিকে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে। অক্ষয়তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ২৯ এপ্রিল থেকেই শুরু হবে পুজো পাঠ।
মন্দির উদ্বোধনে একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। তাঁদের যাতায়াতের কথা ভেবে ইতিমধ্যে অতিরিক্ত হেলিপ্যাড তৈরির কাজে নেমে পড়েছে প্রশাসন। বর্তমানে দিঘায় একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে। সেটি ছাড়াও আশপাশে আরও একাধিক হেলিপ্যাড তৈরি করা হবে উদ্বোধনের জন্য। ইতিমধ্যে সেই কাজে নেমে পড়েছে পূর্ত দফতর।
স্থায়ী হেলিপ্যাডের পাশেই জেলা পুলিশের কর্তারা বেশ কয়েকটি মাঠ দেখেছেন। সেখানেই অস্থায়ীভাবে তৈরি হবে বেশ কয়েকটি হেলিপ্যাড। প্রাথমিকভাবে নতুন তিনটি হেলিপ্যাড গড়ার কাজে নেমে পড়েছে পূর্ত দফতর। এবিষয়ে পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ‘হেলিপ্যাডের জন্য জেলা পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি মাঠ দেখা হয়েছে। সেগুলিতেই উদ্বোধনের দিনের জন্য অস্থায়ী হেলিপ্যাড গড়ার কথা রয়েছে। সেই মত উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীকালে দিঘায় আরও একটি স্থায়ী হেলিপ্যাড নির্মাণের চিন্তাভাবনা রয়েছে পূর্ত দফতরের।’ দিঘায় শুধু হেলিপ্যাড নির্মাণ নয় এর পাশাপাশি অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণে একাধিক পার্কিং এরিয়া করার চিন্তা ভাবনা নিয়েছে প্রশাসন। দিঘা জগন্নাথ মন্দির থেকে ২ কিলোমিটার দূরে পার্কিং এরিয়া তৈরি করা হবে।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস জানান, হেলিপ্যাড তৈরির দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। এছাড়াও উদ্বোধনের সময় পাবলিক হোল্ডিং পয়েন্টগুলিতেও পর্যাপ্ত জল, শৌচাগারের ব্যবস্থা রাখছি। ওইদিন যদি ক্যাপাসিটির বাইরে গাড়ি আসে তাহলে দিঘা গেটের বাইরে গাড়িগুলিকে রাখার ব্যবস্থাও করেছি। এছাড়াও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ২৪ ঘণ্টা চলবে সাফাই অভিযান।’ দিঘার জগন্নাথ মন্দির ঘিরে ইতিমধ্যে তিন দিনের যার চমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন সেইমত চলছে দিঘায় কাজ।
Saikat Shee
Kolkata,West Bengal
March 26, 2025 8:40 PM IST
South 24 Parganas News: ৩৯টি ফেরিঘাট নিলামের সিদ্ধান্ত জেলা পরিষদের! জারি করা হল বিজ্ঞপ্তি