Delta Airlines Plane Crash: ল্যান্ড করার সময় বিপত্তি ! কানাডার টরন্টো বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেল ডেল্টা এয়ারলাইন্সের বিমান

Delta Airlines Plane Crash: ল্যান্ড করার সময় বিপত্তি ! কানাডার টরন্টো বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেল ডেল্টা এয়ারলাইন্সের বিমান

Last Updated:

বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো।

News18Delta Airlines Plane Crash: ল্যান্ড করার সময় বিপত্তি ! কানাডার টরন্টো বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেল ডেল্টা এয়ারলাইন্সের বিমান
News18

টরন্টো: বিমানবন্দরে অবতরণের সময়েই বিপত্তি। আচমকা উল্টে গেল আমেরিকার ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান (Delta Plane Crashes in Toronto)। আছড়ে পড়ল বিমানবন্দরে। কানাডার টরন্টোর পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার। শিশু-সহ বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি ও ভিডিও সামনে এসেছে ৷ বরফে ঢাকা টরন্টোর বিমানবন্দরে পুরো উল্টে পড়ে রয়েছে বিমানটি ৷ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন ৷ তাঁদের অনেকের অবস্থাই এখন আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকাজ চলছে জোরকদমে ৷

আরও পড়ুন– খননকার্যে মিলল আড়াই হাজার বছরের পুরনো গুপ্তধন ! মিলল ৩৫০ গ্রাম ওজনের একটি সোনার ব্রেসলেটও, আর কি পাওয়া গেল জানেন?

সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ডেল্টা এয়ারলাইন্সের CRJ-900 ওই বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। সোমবার, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার সময়েই তা উল্টে যায়। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারীরা জানিয়েছেন যে এই দুর্ঘটনায় ১৮ জন আহত হয়েছেন ৷ এবং তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত ৷ টরন্টোর স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ৪৭ মিনিটে মিনিয়াপোলিস থেকে উড়েছিল ডেল্টা ফ্লাইট ৪৮১৯। ওই দুর্ঘটনার পরে যে ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা দিয়েছে ওই বিমানবন্দর বরফের চাদরে ঢাকা ৷ তবে বিমানটি একেবারে উল্টে কী করে গেল, সেই কারণ অনুসন্ধান চলছে ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Delta Airlines Plane Crash: ল্যান্ড করার সময় বিপত্তি ! কানাডার টরন্টো বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেল ডেল্টা এয়ারলাইন্সের বিমান

Next Article

Nita Ambani: পড়তে যাওয়ার ইচ্ছে থাকলেও স্বপ্নপূরণ হয়নি, সেই হার্ভার্ডেই বক্তব্য রাখলেন ‘মায়ের গর্ব’ নীতা আম্বানি

Scroll to Top