Last Updated:
১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ে ফোরম্যান হেরে যান আলির কাছে। সেই সময়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া হলেও প্রায় দু’দশক পর মাইকেল মুরারকে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করেন।

৭৬ বছরে প্রয়াত জর্জ ফোরম্যান। মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ লড়া এই বক্সার চলে গেলেন শুক্রবার। ইনস্টাগ্রামে তাঁর পরিবারের পক্ষ থেকে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান ২১ মার্চ প্রয়াত হন। সেই সময় পরিবার তাঁর পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও।”
১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ে ফোরম্যান হেরে যান আলির কাছে। সেই সময়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া হলেও প্রায় দু’দশক পর মাইকেল মুরারকে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করেন।
১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হন। মহম্মদ আলির কাছে হেরে যাওয়ার পরে তিনি বক্সিং দুনিয়া থেকে বিদায় নেন। ফেরেন ১৯৯৪ সালে। সেবার মাইকেল মুরেরকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন। সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 23, 2025 9:17 AM IST
KKR News: কেকেআরের হারের পাঁচ কারণ, দ্রুত না শোধরালে সমস্যা আরও বাড়বে নাইটদের