Last Updated:
‘হ্যারি পটার’-এ অভিনয় করেই সর্বাপেক্ষা জনপ্রিয় হয়েছেন তিনি। তাছাড়াও ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজ়ে অভিনয় করেছিলেন।হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে যেন একটি অধ্য়ায় শেষ হল।

Gold Smuggling Accused Ranya Rao: ১৩৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি! কর্নাটক সরকারের দেওয়া জমিতে কারখানা খোলার কথা বলেছিলেন সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যা রাও