Death: পুকুরে ভাসছে দলা পাকানো দেহ! সামনে যেতেই থরথর করে কেঁপে উঠলে সকলে, একরত্তির মর্মান্তিক মৃত্যুতে বিরাট শোরগোল এলাকায়

Death: পুকুরে ভাসছে দলা পাকানো দেহ! সামনে যেতেই থরথর করে কেঁপে উঠলে সকলে, একরত্তির মর্মান্তিক মৃত্যুতে বিরাট শোরগোল এলাকায়

Last Updated:

Death: দুপুর থেকে নিখোঁজ থাকার পর পুকুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার, প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ, তুমুল উত্তেজনা তেহট্টের নিশ্চিন্তপুরে।

News18Death: পুকুরে ভাসছে দলা পাকানো দেহ! সামনে যেতেই থরথর করে কেঁপে উঠলে সকলে, একরত্তির মর্মান্তিক মৃত্যুতে বিরাট শোরগোল এলাকায়
News18

নদীয়া, সমীর রুদ্র : দুপুর থেকে নিখোঁজ থাকার পর পুকুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার, প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ, তুমুল উত্তেজনা তেহট্টের নিশ্চিন্তপুরে।

গতকাল দুপুরে মাঠে খেলতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি তেহট্টের নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পেয়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।

গণ প্রহারেই সম্ভবত দু’জনের মৃত্যু হয়েছে। পুরো এটাকায় তুমুল উত্তেজনা এলাকায়। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। গণ প্রহারে অভিযুক্ত-সহ তিন জন গুরুতর জখম হয়। পুলিশ তাদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Death: পুকুরে ভাসছে দলা পাকানো দেহ! সামনে যেতেই থরথর করে কেঁপে উঠলে সকলে, একরত্তির মর্মান্তিক মৃত্যুতে বিরাট শোরগোল এলাকায়

Scroll to Top