Darjeeling: বর্ষায় দার্জিলিং যাচ্ছেন? বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের প্রিয় ‘এই’ জিনিসগুলি, যাওয়ার আগে অবশ্যই জানুন

Darjeeling: বর্ষায় দার্জিলিং যাচ্ছেন? বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের প্রিয় ‘এই’ জিনিসগুলি, যাওয়ার আগে অবশ্যই জানুন

Last Updated:

Darjeeling: বর্ষাকালে পাহাড়ের ঝুঁকি এড়াতে আগামী তিন মাস বন্ধ রাখা হবে দার্জিলিঙের সব অ্যাডভেঞ্চার স্পোর্টস কার্যকলাপ। এতে রিভার র‍্যাফটিং, প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং, ট্রেকিং ও হাইকিং-এর মতো জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস এই সময়ে বন্ধ থাকবে।

X

Darjeeling: বর্ষায় দার্জিলিং যাচ্ছেন? বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের প্রিয় ‘এই’ জিনিসগুলি, যাওয়ার আগে অবশ্যই জানুন

News18

দার্জিলিং: উত্তরবঙ্গে আসা রোমাঞ্চপ্রেমী পর্যটকদের জন্য বড় খবর, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্ষাকালে পাহাড়ের ঝুঁকি এড়াতে আগামী তিন মাস বন্ধ রাখা হবে দার্জিলিঙের সব অ্যাডভেঞ্চার স্পোর্টস কার্যকলাপ। এতে রিভার র‍্যাফটিং, প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং, ট্রেকিং ও হাইকিং-এর মতো জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস এই সময়ে বন্ধ থাকবে।

আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আবহাওয়া ও পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেপ্টেম্বরে ফের চালু হতে পারে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। GTA এর তরফে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ফিল্ড অফিসার দাওয়া শেরপা বলেন, বর্ষাকালে দার্জিলিং ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে অতিভারী বৃষ্টি, ধস ও নদীর জলস্ফীতি খুবই স্বাভাবিকঘটনা। বিশেষ করে তিস্তা নদীতে রিভার র‍্যাফটিংয়ে বিপদের আশঙ্কা বেশি থাকে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কিছুটা হতাশ অ্যাডভেঞ্চারপ্রেমীরা।

আরও পড়ুনঃ বাড়বে গতি, দাঁড়াতে হবে না সিগন্যালে! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিরাট পদক্ষেপ রেল, অনুমোদন দিয়ে দিল রেলমন্ত্রক

তবে স্বস্তির খবর, টাইগার হিল, মিরিক লেক, বাতাসিয়া লুপ, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক-সহ দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকার অন্যান্য সাধারণ পর্যটন কেন্দ্রগুলি খোলা থাকবে। ফলে যারা প্রকৃতি আর শান্ত পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসছেন, তাদের সফরে তেমন প্রভাব পড়বে না। এ প্রসঙ্গে ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান দেবাশিস মৈত্র জানান, সাময়িক ক্ষতি হলেও পর্যটকদের সুরক্ষাই সবচেয়ে বড় কথা। পরিস্থিতি অনুকূলে থাকলে সেপ্টেম্বরে আবারও দার্জিলিংয়ে ফিরবে অ্যাডভেঞ্চারের স্বাদ।

ঋত্বিক ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Darjeeling: বর্ষায় দার্জিলিং যাচ্ছেন? বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের প্রিয় ‘এই’ জিনিসগুলি, যাওয়ার আগে অবশ্যই জানুন

Scroll to Top