DA Case: আবারও পিছোল রাজ্যের ডিএ মামলা! কবে ফের শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

DA Case: আবারও পিছোল রাজ্যের ডিএ মামলা! কবে ফের শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

DA Case: ফের পিছোল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। আজ, মঙ্গলবার রাজ‍্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ‍্য সরকারি কর্মচারীরা ডিএ পান, কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন।

News18DA Case: আবারও পিছোল রাজ্যের ডিএ মামলা! কবে ফের শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
News18

কলকাতাঃ ফের পিছোল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। আজ, মঙ্গলবার রাজ‍্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ‍্য সরকারি কর্মচারীরা ডিএ পান, কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন।

আরও পড়ুনঃ মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা

পুরো সওয়াল জবাবের জন‍্য আরও সময় দরকার। এরপর ২২ এপ্রিল টপ অফ দ‍্য বোর্ডে মামলা রাখা হল বলে জানাল বিচারপতি সন্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত মিশ্রার বেন্চ। সুপ্রিম কোর্টে চলা DA মামলায় পার্টি হবার জন্য সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছে। সেই পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ ‘আমি তো একজন মা, আলাদা করে কৃষভিকে…’ কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে নিয়ে যা বললেন পিঙ্কি!

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। আজ দেখার, নতুন বেঞ্চে মামলাটির শুনানি হয় কি না!

বাংলা খবর/ খবর/কলকাতা/

DA Case: আবারও পিছোল রাজ্যের ডিএ মামলা! কবে ফের শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Next Article

Partha Chatterjee: ‘ইডি আমায় কোনও ইনস্ট্রাকশন দেয়নি’, আদালতে নিজের বয়ানে অনড় পার্থের বেয়াই, কল্যাণময়ের মামা

Scroll to Top