09

উত্তরপ্রদেশের একাধিক জেলাতে তাপ সতর্কতা:
আবহাওয়া দফতরের মতে, আজ মথুরা, আলিগড়, হাতরাস, আগ্রা, ফিরোজাবাদ, ময়নপুরি, ইটাওয়া, আউরাইয়া, জালাউন, ঝাঁসি, ললিতপুর, মথুরা, কানপুর দেহাত, প্রয়াগরাজ, বারাণসী, মির্জাপুর, সোনভদ্র, সন্ত রবিদাস নৌ-এ গরম বাড়তে পারে।