CSK: ১৭ বছরের আইপিএল, এমন লজ্জার রেকর্ড এবারই প্রথম চেন্নাইয়ের, এ কী কাণ্ড ধোনির দলের!

CSK: ১৭ বছরের আইপিএল, এমন লজ্জার রেকর্ড এবারই প্রথম চেন্নাইয়ের, এ কী কাণ্ড ধোনির দলের!
 আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, 'মাঝেমাঝে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। ডাগআউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছরের ছোট!' অর্থাৎ বল-কলমে ধোনি মেনে নিলেন, অবসর নেওয়ার মতো বয়স তাঁর হয়েছে।CSK: ১৭ বছরের আইপিএল, এমন লজ্জার রেকর্ড এবারই প্রথম চেন্নাইয়ের, এ কী কাণ্ড ধোনির দলের!

আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, ‘মাঝেমাঝে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। ডাগআউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছরের ছোট!’ অর্থাৎ বল-কলমে ধোনি মেনে নিলেন, অবসর নেওয়ার মতো বয়স তাঁর হয়েছে।

Scroll to Top