Last Updated:
Crime News: প্রেমিক-প্রেমিকা বিবাদের যে কতটা নির্মম পরিণতি হতে পারে তা দেখা গেল তাঁর প্রমাণ আসানসোলের ঘটনায়। প্রেমিক এবং প্রেমিকার মধ্যে বিবাদের জেরে প্রাণ গেল তরুণীর।

আসানসোল, দীপক শর্মা: প্রেমিক-প্রেমিকা বিবাদের যে কতটা নির্মম পরিণতি হতে পারে তা দেখা গেল তাঁর প্রমাণ আসানসোলের ঘটনায়। প্রেমিক এবং প্রেমিকার মধ্যে বিবাদের জেরে প্রাণ গেল তরুণীর।
প্রেমিকাকে খুন করে কুয়ায় ফেলে দিল প্রেমিক এবং তাঁর ভাই। প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হয় মৃত কিশোরীর চটি। নিহত কিশোরীর পরিবারের দাবি তাকে খুন করেছে শুভম ও তার ভাই রোহন।
সোমবার রাতে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় কিশোরী। মঙ্গলবার বিকেলে তার প্রমিক শুভমের বাড়ির পাশেই কুয়োতে তার দেহ ভাঁসতে দেখে পরিবারের সদস্যরা। বুধবার ময়নাতদন্তের পর যুবতীর দেহ গ্রামে এলেই দেখা পাওয়া যায়নি তার প্রেমিক শুভমকে। প্রেমিকের বাড়িতে গিয়ে খোঁজ করলে সেখানে পাওয়া যায় কিশোরীর চটি।
চটি উদ্ধারকে কেন্দ্র করে আশঙ্কা করে পরিবার, যে কিশোরীকে খুন করা হয়েছে। কুলটি থানার পুলিশকে লিখিত অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত যুবক শুভম ও তার ভাই রোহন বাউরীকে আটক করেছে পুলিশ। কী ভাবে মৃত্যু হল ওই কিশোরীর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 09, 2025 10:45 PM IST