Crime News: সমবায়ের পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ ম‍্যানেজারের, অবশেষে কলকাতা থেকে গ্রেফতার

Crime News: সমবায়ের পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ ম‍্যানেজারের, অবশেষে কলকাতা থেকে গ্রেফতার

Last Updated:

Crime News: সমবায় সমিতির প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফেরার ম্যানেজারকে অবশেষে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ। উপযুক্ত শাস্তির দাবি চেয়ে বিক্ষোভ গ্রাহকদের। ধৃত ম্যানেজার লক্ষ্মীকান্ত সরকে পুলিশ কলকাতায় ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে।

প্রতীকী ছবিCrime News: সমবায়ের পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ ম‍্যানেজারের, অবশেষে কলকাতা থেকে গ্রেফতার
প্রতীকী ছবি

পঙ্কজ দাশ রথী, পূর্ব মেদিনীপুর: সমবায় সমিতির প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফেরার ম্যানেজারকে অবশেষে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ। উপযুক্ত শাস্তির দাবি চেয়ে বিক্ষোভ গ্রাহকদের। ধৃত ম্যানেজার লক্ষ্মীকান্ত সরকে পুলিশ কলকাতায় ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত ম্যানেজারের বাড়ি পটাশপুর থানার গোপালপুরে। পটাশপুরে তৃণমূল পরিচালিত গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এলাকায় স্বনির্ভর গোষ্ঠী টাকা লেনদেন থেকে কৃষকদের আর্থিক ঋণদান করে থাকে।

আরও পড়ুনঃ যমের দুয়ারে কোলেস্টেরল! এই ৪ কাজেই রাতারাতি খেল খতম, নির্মূল হার্ট অ্যাটাকের চান্স

প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই সমবায়ে এলাকায় শ্রমিক ও খেটে খাওয়া মানুষ তাঁদের শেষ সম্বল উপার্জনের টাকা গচ্ছিত রেখেছিলেন। চার বছর আগে সমবায়ের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় অভিযোগ উঠে ম্যানেজার লক্ষ্মীকান্তের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে একাধিকবার সমবায় সমিতি ঘেরাও-সহ কর্মীদের তালাবন্ধ করেছিলেন গ্রাহকেরা। সেই থেকে গত চারবছর ধরে সমবায় তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই ঘটনার পরেই অভিযুক্ত ম্যানেজার রাতারাতি গোপালপুরে বাড়ি ছেড়ে সপরিবারে কলকাতায় পালিয়ে একটি ভাড়া বাড়িতে থাকত।

আরও পড়ুনঃ করতে হবে না ওয়ার্ক আউট! খরচ হবে না এক টাকাও! রোজ এই কাজ করলে এক মাসে কমবে ৫কেজি! সিম্পল টিপসই কেল্লাফতে

বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ম্যানেজারকে কলকাতার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত ম্যানেজারকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এলাকার গরিব মানুষ ও গ্রাহকদের দাবি ওই ম‍‍্যানেজারকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ও আমাদের টাকা ফেরতের ব্যবস্থা করুক প্রশাসন এই নিয়ে বন্ধ থাকে সমবায় সমিতির সামনে গ্রাহকদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল।

Next Article

পড়াশুনা করার জন্য বকেছিল বাবা, চরম পরিণতি বেছে নিল দশম শ্রেণির ছাত্রী

Scroll to Top