Crime News: মেট্রো স্টেশনের কাছে থেকে অপহরণ! মুক্তিপণ ৫ লাখ! অবশেষে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী

Crime News: মেট্রো স্টেশনের কাছে থেকে অপহরণ! মুক্তিপণ ৫ লাখ! অবশেষে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী

Last Updated:

Crime News: একটি নম্বর থেকে একটি ইউপিআই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠানো হয়। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ দল যাদবপুর সুকান্ত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

News18Crime News: মেট্রো স্টেশনের কাছে থেকে অপহরণ! মুক্তিপণ ৫ লাখ! অবশেষে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী
News18

কলকাতা: ২৮ মে নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করল কলকাতা পুলিশ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা তপসী মজুমদার অভিযোগ দায়ের করেন যে, অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা তাঁর স্বামী তিমিরকান্তি মজুমদারকে অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করছে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নেমে ইউপিআই লেনদেন থেকেই এল ক্লু। জানা যায়, একটি নম্বর থেকে একটি ইউপিআই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠানো হয়। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ দল যাদবপুর সুকান্ত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

একজন সন্দেহভাজনকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তার সহযোগীদের নাম জানতে পারে পুলিশ। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Crime News: মেট্রো স্টেশনের কাছে থেকে অপহরণ! মুক্তিপণ ৫ লাখ! অবশেষে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী

Scroll to Top