Last Updated:
Crime News: বিহারে মর্মান্তিক ঘটনা, যমজ বোনকে গলা টিপে খুন করা হয়েছে৷ তদন্তু শুরু পুলিশের…
![Crime News: বিহারে মর্মান্তিক ঘটনা, ৫ বছরের যমজ বোনকে গলা টিপে হত্যা! সর্ষে ক্ষেতে মিলল পচা দেহ… Crime News: বিহারে মর্মান্তিক ঘটনা, ৫ বছরের যমজ বোনকে গলা টিপে হত্যা! সর্ষে ক্ষেতে মিলল পচা দেহ…](https://images.news18.com/static-bengali/uploads/2024/10/FotoJet-20241005T191927807-2024-10-40b32b113a5fdf4b44f08756a55ed994.jpg?impolicy=website&width=415&height=270)
গোপালগঞ্জ: স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই জমজ বোনকে গলা টিপে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মঠ গৌতম গ্রামে। নিহত দুই বোন হলেন জগদীশপুর গ্রামের বাসিন্দা মন্নু সিং-এর কন্যা, যাদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে।
ঘটনার খবর পাওয়ার পর থাবে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গলা টিপে শ্বাসরোধ করেই দুই শিশুকে হত্যা করা হয়েছে। এই নির্মম ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: একবার, দুইবার নয়, ছয়বার কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক…
পুলিশ জানিয়েছে, জমজ দুই বোন নিকটবর্তী একটি নার্সারি স্কুলে পড়তে গিয়েছিল। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মঠ গৌতম গ্রামের সর্ষে ক্ষেতে দুই শিশুর মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনা মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দেয়।
নিহত শিশুদের বাবা মন্নু সিং রাজমিস্ত্রির কাজ করেন এবং ঘটনার সময় তিনি অন্যত্র কর্মরত ছিলেন। ঘটনার খবর তাকে জানানো হয়েছে।
গ্রামজুড়ে আতঙ্ক, তদন্তে নামল পুলিশ এই জোড়া হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ফরেনসিক দল ও ডগ স্কোয়াডকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
থাবে থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে এবং নিহত শিশুদের পরিবারের সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনা করেই তদন্ত চালানো হচ্ছে।
গোপালগঞ্জের এসপি অওধেশ দীক্ষিত জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য সদর এসডিপিও প্রাঞ্জল ত্রিপাঠির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। শীঘ্রই এই মামলার রহস্য উদ্ঘাটন করা হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এই নির্মম হত্যাকাণ্ডের ফলে গোটা গ্রামে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে, আর পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।
Kolkata,West Bengal
February 11, 2025 2:15 AM IST
Accident News: ভয়ঙ্কর ঘটনা, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে শেষ গোটা পরিবার, মৃত দুই মেয়ে ও মা