Last Updated:
Crime news: কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন তদন্তকারী অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের।

কলকাতা: কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন তদন্তকারী অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের।
শুক্রবার আজ ১০ জনের জামিনের আবেদন করা হয়। তার মধ্যে চার জনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ৬ জনকে শর্তসাপেক্ষ জামিনের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের মধ্যে সুশান্ত ভৌমিক, সমীর দলুই, রবি মান্না, তুষার কান্তি দে, রণদীপ দে, সঞ্জীব দাসের ২০ হাজার টাকায় শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
আদালতে উপস্থিত নারকেলডাঙা থানার তৎকালীন ওসি, তৎকালীন তদন্তকারী অফিসার ও হোমগার্ডকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করে বিশেষ সিবিআই আদালত। সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা অভিযুক্ত নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর আদালতে হাজিরা দেন আদালতে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন করায় হাজিরা দেননি বেলেঘাটা বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর।
একইসঙ্গে ওসি থেকে এসিপি পদোন্নতি নিয়েও বিচারক মন্তব্য করেছেন। “আপনার মক্কেল ওসি থেকে কবে এসিপি হলেন? ঘটনার 19 দিন পরে প্রমোশন পেলেন। আমি শুধু বলছি যে ওই দুর্ভাগ্যজনক ঘটনার ১৯ দিন পর প্রমোশন পেয়েছেন। তবে যে কোনও প্রমোশন পুরস্কার হিসেবে দেখা হয়”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 18, 2025 9:26 PM IST