Last Updated:
Crime News:প্রেমিককে বেঁধে রেখে তাঁর সামনেই তরুণীকে গণধর্ষণ করা হয়। পৈশাচিক সেই অত্যাচার ক্যামেরায় রেকর্ডও করে দুর্বৃত্তরা।

বিজনৌর: ফের গণধর্ষণ উত্তরপ্রদেশে। এ বার নারকীয় অত্যাচারের শিকার ২১ বছর বয়সি এক তরুণী। অভিযোগ, বিজনৌর জেলায় ওই তরুণীকে তাঁর বাগদত্ত প্রেমিকের সামনে গণধর্ষণ করে ৬ জন যুবক। পুলিশি তদন্তে জানা গিয়েছে ৬ অভিযুক্তের মধ্যে ৩ জন ওই তরুণীরই গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রেমিককে বেঁধে রেখে তাঁর সামনেই তরুণীকে গণধর্ষণ করা হয়। পৈশাচিক সেই অত্যাচার ক্যামেরায় রেকর্ডও করে দুর্বৃত্তরা।
এই ঘটনা ঘটে ১০ মে রাতে। নির্মমতার অভিঘাতে আতঙ্কে হতবাক হয়ে যান তরুণী। কিন্তু যখন তাঁকে গণধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়, তখন তিনি আর চুপ থাকতে পারেননি। অভিযোগ জানান পুলিশের কাছে।
বিজনৌরের পুলিশ সুপার অভিষেক ঝা সংবাদমাধ্যমে জানিয়েছেন ১০ মে রাতে গ্রাম লাগোয়া এলাকায় প্রেমিকের সঙ্গে গল্প করছিলেন ওই তরুণী। সে সময় ওই ৬ যুবক এসে প্রেমিককে বেঁধে রেখে তাঁর সামনেই গণধর্ষণ করে তরুণীকে। তাঁর অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩ অভিযুক্তের নাম বলতে পেরেছে তরুণী। বাকিদের নাম এখনও জানা যায়নি। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। জানিয়েছেন পুলিশ সুপার অভিষেক।
Location :
Kolkata,West Bengal