Crime news: জিম ট্রেনারের বাড়িতে যেতেই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! বাধা দিতেই মা*রধর

Crime news: জিম ট্রেনারের বাড়িতে যেতেই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! বাধা দিতেই মা*রধর

Last Updated:

Crime news: জিম ট্রেনারের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল।  জানা গিয়েছে, বিগত এক বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক অভিযোগকারীনির। বন্ধুদের নিয়ে জিম ট্রেনারের বাড়ি যেতেই ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবিCrime news: জিম ট্রেনারের বাড়িতে যেতেই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! বাধা দিতেই মা*রধর
প্রতীকী ছবি

নিউ ব্যারাকপুর, জিয়াউল আলম : জিম ট্রেনারের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল।  জানা গিয়েছে, বিগত এক বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক অভিযোগকারীনির। শনিবার রাতে অভিযোগকারীনি তার বিরাটির বাসভবন থেকে বেরিয়ে তার দুই বন্ধুকে গিয়ে পৌঁছন জিম ট্রেনারের নিউ ব্যারাকপুর থানার মাইকেল নগরের বাড়িতে।

অভিযোগ, সেখানে আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত যুবক। অভিযোগকারীনিকে সেই সময় জোর করে হাত ধরে টানাটানি করে, পরে ধর্ষণের চেষ্টা করে ওই ট্রেনার। বাঁধা দিতে গেলে মারধর করে মহিলাকে, ওই মহিলার বন্ধু বাঁধা দিতে গেলেও তাকেও মারধর করে মুখ ফাটিয়ে দেয়, মাথা ফাটিয়ে দেয়।

নির্যাতিতা তরুণীর বন্ধুর সাথে ছিলেন তার বান্ধবীও। অভিযোগকারী যুবতীকে ব্যাপক মারধর করা হয়। সেই সময় কোনও রকমে বেরিয়ে আসেন অভিযোগকারিণী। সেখান থেকে বেড়িয়ে পরবর্তীতে গোটা বিষয় নিয়ে ট্রেনার বিদ্যুৎ দে ওরফে বিট্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় নিউ ব্যারাকপুর থানায়।

সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ ওই জিম (এমফিট) থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিদ্যুৎ দেকে। অভিযুক্ত যুবককে আগামীকাল ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Crime news: জিম ট্রেনারের বাড়িতে যেতেই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! বাধা দিতেই মা*রধর

Scroll to Top