Last Updated:
যুবককে রাস্তার পাশের একটি লোহার পিলারে বেঁধে মারধর চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনগাঁ থানার পুলিশ

অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: বধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। যুবককে লোহার খুঁটিতে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দীর্ঘদিন ধরে বনগাঁ থানার ঘাটবাওড় এলাকার এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বাগদার মামাভাগ্নের এক যুবকের। গৃহবধূর পরিবার জানান, অভিযুক্ত যুবকের নাম তাপস অধিকারী। গৃহবধূকে বিয়ে করার কথা বলে তার কাছ থেকে টাকা-পয়সা সোনাদানা নিয়ে গিয়েছে তাপস। তার জেরে দুই মাস আগে আত্মহত্যা করার চেষ্ট করেন গৃহবধূ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তখনই তাপসের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়।
বধূর পরিবারের আরও দাবি, শনিবার সকালে ওই যুবক ঘাটবাওরে গৃহবধূর খোঁজ করতে তাদের বাড়িতে আসে। পরিবারের সদস্যেরা তাকে চিনতে পেরে আটকে রাখে। খবর ছড়িয়ে পড়তেই সেখানে জড়ো হয়ে যায় এলাকাবাসী। যুবককে রাস্তার পাশের একটি লোহার পিলারে বেঁধে মারধর চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনগাঁ থানার পুলিশ এবং যুবককে উদ্ধার করে। তবে মারধরের কথা অস্বীকার করেছেন গৃহবধূ পরিবারের সদস্যরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 19, 2025 4:29 PM IST
South 24 Parganas News: বাড়ির পুকুরে ঘুরে বেড়াচ্ছে ওরা কারা? দেখে চমকে গেল এলাকাবাসী! যা জানা গেল…