Last Updated:
Crime News: বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায় সিআইডি অভিযান। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের দুজনকে গ্রেফতার। আজ, রবিবার সকালে শালিমার স্টেশনের বাইরে অভিযান চালায় সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট।

কলকাতাঃ বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায় সিআইডি অভিযান। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের দুজনকে গ্রেফতার। আজ, রবিবার সকালে শালিমার স্টেশনের বাইরে অভিযান চালায় সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। দু-দিনের এক কন্যা সন্তানকে উদ্ধার করে সিআইডি।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বিরাট মোড়! সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে পারে চাঞ্চল্যকর দুই নাম
মানিক হালদার ও মুকুল সরকার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়ে শিশুটিকে হাওড়া হাসপাতালে রাখা হয়েছে। সূত্রের দাবি, এই শিশুটিকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল। এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রির পরিকল্পনা ছিল শিশুটিকে। তার আগেই ধরা পড়ে।
আরও পড়ুনঃ অস্ত্র বিক্রি করতেন কলকাতায়! তাঁকে আটক করতেই চমকপ্রদ তথ্য পুলিশের হাতে!
CWC-এর আধিকারিকরা এবং বাচ্চা বাঁচাও আন্দোলনের (এনজিও) সদস্যরা পুরো অভিযানে ও শিশুটিকে উদ্ধারের সময় সিআইডির টিমের সঙ্গে সহায়তা করে। দুই অভিযুক্তকে বি গার্ডেন পিএস-এ ক্যাম্প নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Kolkata,West Bengal
November 10, 2024, 1:06 PM IST