Last Updated:
সেকেন্ড জেএম কোর্টের পাবলিক প্রসিকিউটর পৌলমী কলা বেরা বলেন, “স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।”

কেশপুর: রথের মেলা দেখতে যাওয়ার নাম করে শনিবার বিকালে স্বামীকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন স্ত্রী৷ সন্তানকে বাড়িতে রেখেই গিয়েছিলেন৷ মেলা দেখে রাতে স্ত্রী বাড়িতে ফিরলেও স্বামী আর ফেরেননি৷ পরদিন, রবিবার সকালে স্বামীর নিথর দেহ উদ্ধার হয় গ্রাম থেকে দুরে টাঙাগেড়িয়া এলাকার একটি চাষের জমিতে৷ মৃতদেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম লালু বাগ (৩৮)। বাড়ি কেশপুর ব্লকের নতুনবাজার এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালবেলা স্থানীয় টাঙাগেড়িয়া এলাকার কৃষি জমি থেকে লালুর মৃতদেহ উদ্ধার হয়। পরে গলায় এবং শরীরে একাধিক চিহ্ন দেখা যায়৷ দেহ উদ্ধার করে কেশপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা অস্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছে৷ দাদার শরীরে নানা আঘাতের চিহ্ন দেখে আনন্দপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। সেই ঘটনায় তদন্তে নেমেই দুপুরের আগেই পুলিশ মৃতের স্ত্রী রিঙ্কু ও তার প্রেমিক আশিস চিংড়িকে (৩২) গ্রেফতার করে। ধৃতদের রবিবার মেদিনীপুর আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সেকেন্ড জেএম কোর্টের পাবলিক প্রসিকিউটর পৌলমী কলা বেরা বলেন, “স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 07, 2025 1:38 PM IST
Crime: ‘রথের মেলা দেখতে যাবে…?’ স্ত্রীকে নিয়ে বেরল স্বামী, ফিরল স্ত্রী একাই! পরের দিন সকালে চাষের জমিতে ভয়ঙ্কর দৃশ্য