CPIM: শ্লীলতাহানির ঘটনায় বড় চাপে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য! পুলিশ থেকে দল, বিপদ সব জায়গায়

CPIM: শ্লীলতাহানির ঘটনায় বড় চাপে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য! পুলিশ থেকে দল, বিপদ সব জায়গায়

Last Updated:

CPIM: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সিপিআইএম।

চাপে তন্ময় ভট্টাচার্যCPIM: শ্লীলতাহানির ঘটনায় বড় চাপে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য! পুলিশ থেকে দল, বিপদ সব জায়গায়
চাপে তন্ময় ভট্টাচার্য

সুবীর দে,বরানগর: মহিলা সাংবাদিককে ‘হেনস্থার’ ঘটনায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানার পুলিশ তলব করেছে। সেই তলবের ভিত্তিতে দুপুর ১:৩০ টার সময় বরানগর থানায় হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য। বরানগর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবারই তন্ময়কে থানায় ডেকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছিল বরাহনগর থানার পুলিশ। সিপিএম সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদের বিষয়টি দলকে জানিয়েওছিলেন তন্ময়। রবিবারের পর সোমবারও তাঁকে ফের তলব করল পুলিশ। তিনি ইতিমধ্যেই আইনজীবীর পরামর্শ নিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: পিএফের প্রচুর টাকা তছরুপ, সল্টলেকে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার ডিরেক্টর

প্রসঙ্গত, মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেলিমের কথায়, ”এই আচরণ অত্যন্ত গর্হিত, সিপিআইএম এই আচরণ কোনওভাবেই সমর্থন করে না। আমরা কোনও ক্ষমার চোখে এহেন আচরণ দেখি না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করেছে।”

রবিবার দুপুরে এক মহিলা ফেসবুক লাইভে তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। এই ঘটনার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দেন, ” এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।” দলের ‘ইন্টারনাল কমিটি’ গোটা ঘটনার তদন্ত করবে। তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

CPIM: শ্লীলতাহানির ঘটনায় বড় চাপে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য! পুলিশ থেকে দল, বিপদ সব জায়গায়

Scroll to Top