Co-operative Bank Election: শুভেন্দুর ডেরায় ফুটল জোড়াফুল! সমবায় নির্বাচনে দিকে দিকে ধরাশায়ী বিজেপি

Co-operative Bank Election: শুভেন্দুর ডেরায় ফুটল জোড়াফুল! সমবায় নির্বাচনে দিকে দিকে ধরাশায়ী বিজেপি

Co-operative Bank Election: শুভেন্দুর ডেরায় ফুটল জোড়াফুল! সমবায় নির্বাচনে দিকে দিকে ধরাশায়ী বিজেপি
সমবায় ব্যাঙ্কের ভোটে জেলায় জেলায় হারলেন বিজেপি প্রার্থীরা। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ডেরায় কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের মোট ১০৮ আসনের মধ্যে ১০১টিতেই তৃণমূল জয়লাভ করেছে। কাঁথিতে জয়ের প্রসঙ্গে রামনগর থেকে অখিল গিরি বলেন, “এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে, দু-একটি জায়গায় একটু গন্ডগোল হয়েছিল, তবে পুলিশ প্রশাসন তা সামাল দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিনই খোঁজ খবর নিয়েছেন এই ভোট প্রক্রিয়া নিয়ে”।

Scroll to Top