CM Mamata Banerjee: পৌঁছে গিয়েছে ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্র! ‘স্বাস্থ‍্য ইঙ্গিত’ পরিষেবার সাফল‍্য নিজেই পোস্ট করে জানালেন মুখ‍্যমন্ত্রী

CM Mamata Banerjee: পৌঁছে গিয়েছে ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্র! ‘স্বাস্থ‍্য ইঙ্গিত’ পরিষেবার সাফল‍্য নিজেই পোস্ট করে জানালেন মুখ‍্যমন্ত্রী

Last Updated:

CM Mamata Banerjee: টেলিমেডিসিন চিকিৎসা সংক্রান্ত এই প্রকল্প পৌঁছে গিয়েছে রাজ‍্যের ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্রে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি- পিটিআইCM Mamata Banerjee: পৌঁছে গিয়েছে ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্র! ‘স্বাস্থ‍্য ইঙ্গিত’ পরিষেবার সাফল‍্য নিজেই পোস্ট করে জানালেন মুখ‍্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি- পিটিআই

কলকাতা: ২০২১ সালে চালু হয়েছিল রাজ‍্য সরকারের ‘স্বাস্থ‍্য ইঙ্গিত’ পরিষেবা। টেলিমেডিসিন চিকিৎসা সংক্রান্ত এই প্রকল্প পৌঁছে গিয়েছে রাজ‍্যের ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্রে। অসংখ‍্য মানুষ এই পরিষেবা থেকে উপকৃত হচ্ছেন। ‘স্বাস্থ‍্য ইঙ্গিতের’ সাফল‍্য নিজেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে মুখ‍্যমন্ত্রী জানালেন, ‘‘গর্বের সঙ্গে জানাচ্ছি যে ‘স্বাস্থ‍্য ইঙ্গিত (SwasthyaIngit)’, আমাদের স্বাস্থ্য বিভাগের একটি অনন্য টেলিমেডিসিন উদ্যোগ, আগস্ট ২০২১ থেকে শুরু হওয়ার পর থেকে ৬ কোটি টেলি পরামর্শ প্রদান করে আরেকটি মাইলফলক অর্জন করেছে।’’

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আরও লিখেছেন, ‘‘আজ, এই পরিষেবাটি রাজ্যের দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তুলতে ১০,০০০ এরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্র-তে উপলব্ধ। এমনকি এই উদ্যোগের কারণে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, পেডিয়াট্রিক্সের বিশেষায়িত পরিষেবাগুলিও দূরবর্তী এলাকায় উপলব্ধ। এই মাইলফলক দিনে, আমি এই অনন্য উদ্যোগকে সম্ভব করার জন্য টিম ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ-সহ সকল সংশ্লিষ্টদের অভিনন্দন জানাই।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

CM Mamata Banerjee: পৌঁছে গিয়েছে ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ‍্য কেন্দ্র! ‘স্বাস্থ‍্য ইঙ্গিত’ পরিষেবার সাফল‍্য নিজেই পোস্ট করে জানালেন মুখ‍্যমন্ত্রী

Scroll to Top