Last Updated:
Cloudburst triggers Flash Flood at Himachal: আবার যেন ২০২৩-এর মতো। মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের শিমলা, মান্ডি এবং কুলু জেলা। বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ধসের কবলে পড়ে ভেঙে গিয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ কুলু এবং মান্ডির।

হিমাচল প্রদেশঃ আবার যেন ২০২৩-এর মতো। মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের শিমলা, মান্ডি এবং কুলু জেলা। বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ধসের কবলে পড়ে ভেঙে গিয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ কুলু এবং মান্ডির। ওই দুই জেলায় সমস্ত স্কুল এবং কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
tragic situation in Manali, Himachal Pradesh
In Manali, the iconic Sher-e-Punjab restaurant was heavily damaged by the strong floodwaters. Most of the building was washed away, leaving only the front gate wall standing pic.twitter.com/9HW9SS6LbO
— Go Himachal (@GoHimachal_) August 26, 2025
কুলুতে ভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বিয়াস নদী। গত বৃহস্পতিবার সকাল থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছে নদী। কুলুতে বিয়াস নদী কুলু-মানালি জাতীয় সড়কের উপর দিয়ে বইছে। জাতীয় সড়কের উপর দিয়ে বিয়াস জলের স্রোতের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
হিমাচল প্রদেশের মানালিতে করুণ পরিস্থিতি। মানালিতে, প্রবল বন্যার জলে ঐতিহাসিক শের-ই-পাঞ্জাব রেস্তোরাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বেশিরভাগ অংশ ভেসে গিয়েছে, কেবল সামনের গেটের দেয়ালটি দাঁড়িয়ে আছে।
Kolkata,West Bengal
August 26, 2025 1:23 PM IST