Last Updated:
Civic Police: পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ প্রামাণিক ওরফে বাবন (৩৫)। মাত্র ৩৫ বছর বয়সেই তাঁর এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বড়ঞা: অচৈতন্য অবস্থায় পড়ে জলে ডুবে মৃত্যু হল এক ভলান্টিয়ারের। সোমবার সকালে বড়ঞায় জল থেকে মৃত সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করা হয়। বড়ঞা থানায় কর্মরত ছিলেন মৃত এই সিভিক ভলান্টিয়ার।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ প্রামাণিক ওরফে বাবন (৩৫)। মাত্র ৩৫ বছর বয়সেই তাঁর এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি বড়ঞা গ্রামের হাটপাড়া এলাকায়।
তবে পিতা ও মাতৃহীন অবস্থায় একাই জীবনযাপন করতেন বিশ্বজিৎ প্রামাণিক। তাই বর্তমানে তাঁর পরিবারের কেউ না থাকায় থানার পক্ষ থেকেই সকলের কাছে সাহায্য নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেই মৃত সিভিক ভলান্টিয়ারের।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 2:32 PM IST