CIBIL স্কোর না থাকলে কি লোন পাওয়া যাবে? ধোয়াঁশা কাটিয়ে স্পষ্ট করল কেন্দ্র

CIBIL স্কোর না থাকলে কি লোন পাওয়া যাবে? ধোয়াঁশা কাটিয়ে স্পষ্ট করল কেন্দ্র

Last Updated:

অতীতে ঋণ নিয়ে যাঁরা যত ধারাবাহিক ভাবে তা পরিশোধ করেছেন, তাঁদের সিবিল স্কোর তত বেশি হয়৷

প্রতীকী ছবি৷ CIBIL স্কোর না থাকলে কি লোন পাওয়া যাবে? ধোয়াঁশা কাটিয়ে স্পষ্ট করল কেন্দ্র
প্রতীকী ছবি৷

সিবিল স্কোর খারাপ হলেই অনেক সময় লোনের আবেদন খারিজ করে দেয় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি৷ আর যদি সিবিল স্কোর না থাকে, তা হলে তো কথাই নেই৷ প্রথম বার লোন নিতে গিয়ে কালঘাম ছুটে যায় অনেকের৷

প্রথম বার যাঁরা লোন নেবেন, তাঁদের জন্য এবার সুখবর দিল কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি সংসদে একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়ে দিল, সিবিল স্কোর শূন্য বা নেই, শুধুমাত্র এই অজুহাতে ঋণের আবেদন খারিজ করতে পারবে না কোনও ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠান৷

অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছেন, ঋণ দেওয়ার মাপকাঠি হিসেবে ন্যূনতম সিবিল স্কোর কত হতে হবে, সেই সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক৷ বরং রিজার্ভ ব্যাঙ্ক ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ দিয়ে বলেছে, প্রথমবার যাঁরা লোন নিচ্ছেন তাঁদের আবেদন খতিয়ে দেখার ক্ষেত্রে সিবিল স্কোর বাদে অন্যান্য বিষয়গুলিও খতিয়ে দেখা হোক৷

এর অর্থ দাঁড়াল কোনও ছাত্র যদি এডুকেশন লোন চায় অথবা কোনও পরিবার হোম লোনের জন্য প্রথমবার আবেদন করে, তাহলে শুধুমাত্র সিবিল স্কোর না থাকার অজুহাতে তাদের আবেদন খারিজ করা যাবে না৷ সেক্ষেত্রে আবেদনকারীর আয়, তিনি কতদিন কোথায় চাকরি করেছেন এই ধরনের তথ্য অথবা অন্যান্য আর্থিক তথ্য খতিয়ে দেখে ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলিকে৷

ভারতে ক্রেডিট স্কোর বা সিবিল ধরা হয় ৩০০ থেকে ৯০০-র মধ্যে৷ অতীতে ঋণ নিয়ে যাঁরা যত ধারাবাহিক ভাবে তা পরিশোধ করেছেন, তাঁদের সিবিল স্কোর তত বেশি হয়৷ ভারতে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে এই সিবিল স্কোরকেই প্রাথমিক ধাপ হিসেবে চিহ্নিত করা হয়৷ যদিও কেন্দ্র এবার জানিয়ে দিল, ঋণ দেওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর একটি মাপকাঠি হতে পারে, তবে একমাত্র মাপকাঠি কখনওই নয়৷

Scroll to Top