China on Donald Trump: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী বলল চিন? এবার নতুন হিসেব, চাপে পড়বে আমেরিকাও!

China on Donald Trump: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী বলল চিন? এবার নতুন হিসেব, চাপে পড়বে আমেরিকাও!

Last Updated:

ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার যে দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, তার মধ্যে প্রথম সারিতে ছিল ভারত৷ কিন্তু পাঁচ রাউন্ড বৈঠকের পরেও কয়েকটি বিষয়ে মতানৈক্যের জেরে আলোচনা ভেস্তে যায়৷

ট্রাম্পের সিদ্ধান্তে কী বলল চিন? China on Donald Trump: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী বলল চিন? এবার নতুন হিসেব, চাপে পড়বে আমেরিকাও!
ট্রাম্পের সিদ্ধান্তে কী বলল চিন?

একদিকে ট্রাম্পের চাপানোর ৫০ শতাংশ শুল্কের জেরে ভারত-আমেরিকার দীর্ঘ দিনের সুসম্পর্কে ফাটল ধরেছে৷ উল্টো দিকে আবার গত কয়েক বছরের শৈত্য কাটিয়ে ধীরে ধীরে সহজ হচ্ছে ভারত এবং চিনের সম্পর্ক৷ এই পরিস্থিতিতে শুল্ক বিতর্কে ভারতের পাশেই দাঁড়াল চিন৷

ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং৷ ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ওই অত্যাচারীকে এক ইঞ্চি জায়গা ছাড়লে তিনি এক মাইল জায়গা দখল করে নেবেন৷

এর পাশাপাশি, ব্রাজিলের প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে ফোনে কথোপকথনের সময় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র করা একটি মন্তব্যও নিজের পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন চিনা রাষ্ট্রদূত৷, অন্য দেশকে কোণঠাসা করতে শুল্ককে অস্ত্র করা রাষ্ট্রপুঞ্জের সনদ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র নিয়মের পরিপন্থী৷ এই পন্থাও জনপ্রিয়ও নয় এবং বাস্তব বর্জিত৷

ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে যে দেশগুলির বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, তার মধ্যে প্রথম সারিতে ছিল ভারত৷ কিন্তু পাঁচ রাউন্ড বৈঠকের পরেও কয়েকটি বিষয়ে মতানৈক্যের জেরে আলোচনা ভেস্তে যায়৷ কারণ ভারতের বিরাট ডেয়ারি এবং কৃষি ক্ষেত্রে আমেরিকা প্রবেশ করতে চেয়েছিল৷ যদিও সেই আবদার নাকচ করে দিয়েছে নয়াদিল্লি৷ পাশাপাশি আমেরিকার দাবি মতো রাশিয়ার থেকে তেল কেনাও বন্ধ করতে রাজি হয়নি ভারত৷

ট্রাম্প অবশ্য ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ভারতের মতোই কয়েকদিনের মধ্যেই চিনের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ করতে পারেন তিনি৷ ট্রাম্প বলেন, আমি এখনই আপনাদের কিছু বলতে পারছি না৷ তবে আমরা ভারতের সঙ্গে যেটা করেছি কয়েকদিনের মধ্যে অন্য আরও কয়েকটি দেশের বিরুদ্ধেও আমরা একই সিদ্ধান্ত নিতে পারি৷ তার মধ্যে চিনও থাকতে পারে৷

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবারের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হলে যে দেশগুলি এখনও রাশিয়ার থেকে জ্বালানি কিনছে তাদের উপরে আরও নিষেধাজ্ঞা চাপাবেন৷ ভারত ছাড়াও চিন এবং তুরস্কের মতো দেশ রাশিয়ার থেকে সবথেকে বেশি পরিমাণে তেল কেনে৷ ফলে চিনের বিরুদ্ধে ট্রাম্প ফের খড়্গহস্ত হতেই পারেন৷

এ বছরের শুরুতেই আমেরিকা এবং চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল৷ চিনা পণ্যের উপরে ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প৷ পাল্টা আমেরিকার উপরে ১২৫ শতাংশ শুল্ক চাপায় চিনও৷ বেজিং অবশ্য তার পর জানিয়ে দেয়, আমেরিকা ভবিষ্যতে তাদের উপরে আরও শুল্ক চাপালেও তারা আর পাল্টা শুল্কের হার বাডা়বে না৷

এর পরই ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকেই বাণিজ্য চুক্তির জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

China on Donald Trump: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী বলল চিন? এবার নতুন হিসেব, চাপে পড়বে আমেরিকাও!

Scroll to Top