Child Torture: ১৩ বছরের নেপালি মেয়েকে খাদের ধারে নিয়ে গিয়ে অত্যাচার! গর্ভবতী হতেই অভিযুক্ত পলাতক

Child Torture: ১৩ বছরের নেপালি মেয়েকে খাদের ধারে নিয়ে গিয়ে অত্যাচার! গর্ভবতী হতেই অভিযুক্ত পলাতক

Last Updated:

Child Torture: নির্যাতিতার ভাই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছে। অভিযুক্তের খোঁজ চলছে। কিন্তু এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি।

১৩ বছরের নেপালি মেয়েকে খাদের ধারে নিয়ে গিয়ে অত্যাচার! গর্ভবতী হতেই অভিযুক্ত পলাতকChild Torture: ১৩ বছরের নেপালি মেয়েকে খাদের ধারে নিয়ে গিয়ে অত্যাচার! গর্ভবতী হতেই অভিযুক্ত পলাতক
১৩ বছরের নেপালি মেয়েকে খাদের ধারে নিয়ে গিয়ে অত্যাচার! গর্ভবতী হতেই অভিযুক্ত পলাতক

চুরু: চুরুতে এক বিদেশি মেয়েকে ধর্ষণের বড় ঘটনা সামনে এসেছে। এখানে এক ব্যক্তি ১৩ বছরের নাবালিকা নেপালি মেয়েকে জঙ্গলে দু-তিনবার ধর্ষণ করেছে। এ কারণে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বিষয়টি জানাজানি হয়। এখন নির্যাতিতার ভাই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছে। অভিযুক্তের খোঁজ চলছে। কিন্তু এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৪২-এর বুড়ো বরকে নাগালে পেতেই বেধড়ক মারে খুন! জানুন প্রেমের মর্মান্তিক পরিণতির ভয়াবহ ঘটনাটি…

মহিলা থানার ইনচার্জ কর্তার সিং জানিয়েছেন, নির্যাতিতা প্রতিবেশী দেশ নেপালের বাসিন্দা এবং সে নাবালিকা। নিহতের ভাই তার প্রতিবেদনে জানান, তার পরিবার চুরু শহরের কোতোয়ালি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। তার ১৩ বছর বয়সী বোনও পরিবারের সাথে থাকে। বুধবার গভীর রাতে তার বোনের পেটে ব্যথা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবার তাকে ভরতিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তদন্তে জানা যায় যে তিনি ১৯ সপ্তাহের গর্ভবতী ছিলেন।

আরও পড়ুন: বিয়ের একদিন আগে বরের মোবাইলে ‘বিশেষ’ ম্যাসেজ, ভিডিও দেখেই বিয়ে বাতিল পাত্রের!

অভিযুক্তরা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন নির্যাতিতাকে জিজ্ঞাসা করলে সে জানায়, প্রায় চার-পাঁচ মাস আগে দীনেশ নামে এক ব্যক্তি তাকে ২-৩ বার খাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না বলার হুমকি দেয় অভিযুক্তরা। যে কারণে সে তার পরিবারকে কখনোই বিষয়টি জানায়নি। এদিকে, তিনি গর্ভবতী হয়ে গেলেও তিনি নিজেও বিষয়টি জানতেন না।

অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে নির্যাতিতার ভাইয়ের রিপোর্টে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। অভিযুক্তদের খোঁজে ব্যস্ত পুলিশ। তার সম্ভাব্য আস্তানায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু সে এখনও পুলিশের হাতে আসেনি। পুলিশ মামলার পরবর্তী কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Child Torture: ১৩ বছরের নেপালি মেয়েকে খাদের ধারে নিয়ে গিয়ে অত্যাচার! গর্ভবতী হতেই অভিযুক্ত পলাতক

Scroll to Top