03

এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলির সেনাপতি মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে রয়েছেন এবং মঙ্গল ২ এপ্রিল পর্যন্ত এই রাশিতে থাকবেন। ২০২৫ সালের ৩ এপ্রিল, মঙ্গল গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে এবং ৬ জুন পর্যন্ত এই রাশিতে থাকবে, যার প্রভাব কন্যা, তুলা এবং মকর, এই তিনটি রাশির মানুষের উপর বেশি দেখা যাবে। (প্রতীকী ছবি)