04
শক্তিশালী একটি নেটওয়ার্ক গড়ে তুলুন। একা পথ চলা শুধু কঠিন নয়, খানিক বোকামিও। আর কেরিয়ারের ক্ষেত্রে ভাল সম্পর্ক, কার্যকরী নেটওয়ার্ক এসবের গুরুত্ব সব সময়েই ছিল, আছে আর থাকবেও। সব কিছু একা সামলে নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে না থাকলে সহযোগী ঠিক করুন। তা নাহলে আউটসোর্সও করতে পারেন। আজকাল অনেকেই ফ্রিল্যান্সে কাজ করে। তাদের মধ্য থেকেই সুদক্ষ কাউকে বেছে নিন। শ্রম লাঘব হবে, কাজেও গতি আসবে।