Calcutta High Court- Suvendu Adhikari: উলুবেড়িয়াতে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল আদালত, মানতে হবে একগুচ্ছ শর্ত

Last Updated:

Calcutta Hipgh Court: উলুবেড়ুয়াতে ২১ অক্টোবর মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁকে সেই মিছিলের অনুমতি দেয়নি। শুক্রবার তাঁকে সেই অনুমতি দিয়েছে আদালত।

কলকাতা: উলুবেড়ুয়াতে ২১ অক্টোবর মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁকে সেই মিছিলের অনুমতি দেয়নি। পুলিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। শুক্রবার তাঁকে সেই অনুমতি দিয়েছে আদালত।

বিরোধী দলনেতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক। শুভেন্দুর আইনজীবী এদিন আদালতে জানান কমপক্ষে ২০০০ মানুষের জমায়েতে হবে মিছিলে।

আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কী?

আদালতের দেওয়া বেশ কিছু শর্তের মধ্যে রয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়কে কোনও রকম সমস্যা করা যাবে না। দুপুর ২ থেকে বিকেল ৬টা পর্যন্ত হবে মিছল। সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়, কোনও রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। অশান্তি হলে দায়বদ্ধ থাকবেন উদ্যোক্তারা। সভায় দায়বদ্ধ স্বেচ্ছাসেবক হিসেবে ৫ জনের নাম দিতে হবে পুলিশকে।

আরও পড়ুন: সামান্থার জীবনে বিপদ! শুধু মায়োসাইটিস নয়, আরও একটি বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী

শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, পুলিশ প্রথমে অনুমতি বাতিল করে বিকল্প মাঠে সভা করার অনুমতি দেয় বিজেপিকে। শুক্রবার পুলিশ জানায় বিকল্প মাঠেও সভা করা যাবে না। আমরা আদালতে বিষয়টি তুলে ধরি, আদালত আমাদের বিকল্প মাঠেই সভা করার অনুমতি দিয়েছে।

Next Article

West Burdwan News : ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা! রাস্তা আছে দেখে বোঝার উপায় নেই

Scroll to Top