Calcutta High Court on SSC: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা! হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি-রাজ্য সরকার

Calcutta High Court on SSC: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা! হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি-রাজ্য সরকার

Last Updated:

২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ সেই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে৷

News18Calcutta High Court on SSC: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা! হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি-রাজ্য সরকার
News18

কলকাতা হাইকোর্টের বড় ধাক্কা খেল এসএসসি এবং রাজ্য সরকার৷ ২০২৫ সালে এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা৷ এ দিন এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ চিহ্নিত অযোগ্যদের মধ্যে কেউ পরীক্ষায় বসার জন্য আবেদন করে থাকলেও তাঁদের বাদ দিতে হবে বলে এসএসসি এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য৷

প্রসঙ্গগত, ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ সেই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে৷ যদিও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়৷ নতুন নিয়োগ বিধিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হয়নি বলে অভিযোগ ওঠে৷

যদিও এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়  এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করতে গিয়ে বলেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ভাবে কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না৷ শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বাবদ যে দশ নম্বর দেওয়ার কথা এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই নম্বরও এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি বলেই এ দিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার এবং এসএসসি-র পক্ষে সওয়াল করা হয়৷ শুধু তাই নয়, এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি হারিয়েছেন, তাঁদের বেতনও ফেরত দিতে হয়েছে৷ ফলে আবার তাঁদের চাকরিতে বসতে না দিলে একই অপরাধে দু বার শাস্তি দেওয়া হয়ে যাবে৷

যদিও রাজ্য সরকারের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলে জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ এমন কি, রাজ্য সরকার এবং এসএসসি-র পক্ষ থেকে এই নির্দেশের উপরে স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি৷ মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, আজ আদালতেই প্রমাণিত হয়ে গেল যে রাজ্য সরকার অযোগ্যদের সঙ্গে আছে৷ যদিও আদালত জানিয়ে দিয়েছে অযোগ্যদের বাদ দিয়েই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Calcutta High Court on SSC: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা! হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি-রাজ্য সরকার

Scroll to Top