Calcutta High Court: হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ডেডলাইন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট!

Calcutta High Court: হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ডেডলাইন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট!

Calcutta High Court: হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ডেডলাইন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট!

Last Updated:

Calcutta High Court: ৯ সেপ্টেম্বর থ্রেট কালচার সহ একাধিক অভিযোগে ইন্টার্ন ডাঃ সোহম মণ্ডলকে বহিষ্কার করার সুপারিশ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কাউন্সিল।

ফাইল ছবি

কলকাতা: হুমকি সংস্কৃতি’র বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে ডেডলাইন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের স্বাস্থ্যসচিবকে ডেডলাইন দিল হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিবকে কলেজ কাউন্সিলের বহিষ্কার সুপারিশের ওপর সিদ্ধান্ত নিতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক ইন্টার্নের করা মামলায় নির্দেশ বিচারপতি ভট্টাচার্যের।

৯ সেপ্টেম্বর থ্রেট কালচার সহ একাধিক অভিযোগে ইন্টার্ন ডাঃ সোহম মণ্ডলকে বহিষ্কার করার সুপারিশ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কাউন্সিল। এই সুপারিশের ভিত্তিতে কলেজ থেকে বহিষ্কার করা হয় ইন্টার্নকে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নেওয়া সিদ্ধান্ত একতরফা অভিযোগ করে হাইকোর্টে মামলা করে ওই ইন্টার্ন।

আরও পড়ুন: কী দুরাবস্থা বাংলাদেশের! উল্টে রমরমা ভারতের! কোন ক্ষেত্রে ঘটল এমন ঘটনা? শুনে চমকে উঠবেন

বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিযুক্ত ইন্টার্নকে ৭ দিন আগে নোটিস দিতে হবে। সিদ্ধান্ত হয়ে গেলে জানাতে হবে ইন্টার্ন পড়ুয়া এবং কলেজ কর্তৃপক্ষকে। স্বাস্থ্য সচিব সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইন্টার্নকে বহিষ্কার।

স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ওপর আরজি কর, বর্ধমান মেডিক্যাল কলেজের থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের বহিষ্কার সিদ্ধান্ত নির্ভর করবে বলে এর আগে জানায় হাইকোর্ট। প্রথমে বিচারপতি কৌশিক চন্দ ও পরে বিচারপতি জয় সেনগুপ্ত একই কথা বলেন। এবার স্বাস্থ্য সচিবকে সিদ্ধান্ত নিতে ৪ সপ্তাহের ডেডলাইন হাইকোর্টের।

জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা গুলিতে সওয়াল করা আইনজীবী কল্লোল বসু জানান, র‍্যাগিংয়ের অভিযোগ থাকলে সে ক্ষেত্রে স্বাস্থ্যসচিবের বিবেচনার জায়গা নেই। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম, ২০১৫ সালের সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, পুরোটা হওয়া উচিত। ২৩ ডিসেম্বর হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে নির্দেশটি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Calcutta High Court: হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ডেডলাইন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট!

Scroll to Top