
সৌগত জানিয়েছে, তার কাছে রয়েছে ফার্ন, অ্যাডেনিয়াম, হোয়া, অ্যানফরিয়াম, ক্যাকটাস প্রজাতি, অক্সালিস, অ্যালোকেসিয়া, মনস্টার অ্যালবো-সহ একাধিক প্রজাতির গাছ। দাম ৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। বর্তমানে তিনি কাশ্মীর আন্দামান-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করেছেন। সামান্য পরিচর্যায় এই গাছের যত্ন নেওয়া সম্ভব।কলেজ পড়ুয়া এই যুবকের স্বনির্ভর হওয়ার বিশেষ ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। আগামীতে ইনডোর প্ল্যান্ট ব্যবসাকে বাড়াতে চান তিনি।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)